ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

চার প্রভাবশালী গোষ্ঠী নিয়ে পিনাকীর বিস্ফোরক দাবি

২০২৫ জুলাই ১৮ ১৪:৩৪:৫৮
চার প্রভাবশালী গোষ্ঠী নিয়ে পিনাকীর বিস্ফোরক দাবি

নিজস্ব প্রতিবেদক : অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য দাবি করেছেন, চারটি প্রভাবশালী গোষ্ঠী মিলে বাংলাদেশের জন্য একটি প্রাইভেট সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়াম গঠন করেছে। এর ফলে দেশের নিজস্ব ক্যাবল নেটওয়ার্ক যেমন SEA-ME-WE ৪, ৫ এবং আসন্ন ৬ ক্যাবলগুলো অলস পড়ে থাকবে।

কনসোর্টিয়ামের মূল উদ্যোক্তা:

সামিট গ্রুপ (আজিজ খান ও ফরিদ খান)

মেটা কোর (নসরুল হামিদের ছেলে)

সিডি নেট (আব্দুল হামিদের ছেলে)

লেভেল-৩ (নাফিজ সারাফাত)

এরা সবাই আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

যুক্তরাষ্ট্র এই প্রাইভেট ক্যাবল প্রকল্পে আপত্তি জানিয়েছে, কারণ:

১. ক্যাবলটি সাত বছর পুরনো, লাইফসাইকেলের অর্ধেক পার করেছে।

২. এতে চীনা ক্যাবল ব্যবহার হবে, যাকে ‘untrusted’ হিসেবে দেখা হচ্ছে।

৩. ক্যাবল স্থাপিত হলে যুক্তরাষ্ট্রভিত্তিক হাইপারস্কেলারদের বাংলাদেশে প্রবেশ ব্যাহত হবে।

সরকারের কারণে এই প্রকল্প আপাতত স্থগিত রয়েছে, তবে সামিট ও সংশ্লিষ্টরা তদবির চালিয়ে যাচ্ছে।

পিনাকী বলেন, মন্ত্রণালয়ে বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এই প্রকল্পের তদবির করছেন।

এছাড়া সাংবাদিক ফাইয়াজ তাইয়েবকে হেয় করার জন্য নাফিজ শরাফত অনুগত সাংবাদিকদের ব্যবহার করছেন বলে অভিযোগ ওঠেছে।

পিনাকীর দাবি, এই ক্যাবল কনসোর্টিয়াম গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও আর্থিক লেনদেন চলছে, যা বাংলাদেশের সার্বভৌম ডিজিটাল অবকাঠামোয় প্রশ্ন চিহ্ন তোলে।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে