ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
Sharenews24

গ্রামীণফোনের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

২০২৫ জুলাই ১৭ ১৫:১৭:৪৭
গ্রামীণফোনের অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী হিসেবে ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১১ টাকা ডিভিডেন্ড পাওয়া যাবে।কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৩৮ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১১ টাকা ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১৬ টাকা ২৯ পয়সা।

কোম্পানিটি তার নিট মুনাফার ৯৮ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড হিসেবে শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করে দেবে।

অন্তর্বর্তী ডিভিডেন্ডের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট। অর্থাৎ ওই তারিখে যাদের কাছে কোম্পানির শেয়ার থাকবে তারা ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে