ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
Sharenews24

২৪ ঘণ্টার আলটিমেটাম আমির হামজার

২০২৫ জুলাই ১৮ ১১:১১:৪৪
২৪ ঘণ্টার আলটিমেটাম আমির হামজার

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা একটি বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছেন। তিনি বলেন, "গোপালগঞ্জকে মানচিত্র থেকে বাদ দিয়ে আশপাশের জেলায় ভাগ করে দিলে ভালো হয়।"

বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এই মন্তব্য করেন তিনি। সমাবেশটি আয়োজন করা হয়, ছাত্রলীগের বিরুদ্ধে “নৈরাজ্য” এবং জুলাই আন্দোলনের কর্মীদের ওপর হামলার প্রতিবাদে।

আমির হামজা বলেন,“গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে দিয়ে ৬৩ জেলা নিয়ে নতুন করে বাংলাদেশ গঠন করা হোক। গোপালগঞ্জ মানচিত্রে না থাকাই ভালো।”

এ বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে অবমাননাকর ও উসকানিমূলক মন্তব্য হিসেবে আখ্যায়িত করছেন।

আমির হামজা আরও বলেন,“জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার শামিল। যারা হামলায় জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা ২৪ ঘণ্টার সময়সীমা দিয়েছিলাম। এখন সময় পেরিয়ে যাচ্ছে। দোষীদের শাস্তি না হলে ধরে নেব, গোপালগঞ্জের দায়িত্বশীলরাও জড়িত।”

সমাবেশে আরও কয়েকজন জেলা জামায়াত নেতা বক্তব্য দেন। তাঁরা গোপালগঞ্জ জেলার বর্তমান নাম পরিবর্তন করে অধ্যাদেশের মাধ্যমে নতুন নামকরণের দাবি জানান।

এছাড়া জেলা পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে বক্তারা বলেন,“এই ঘটনায় পুলিশ সুপার দায় এড়াতে পারেন না।”তাঁদের দাবি, পুলিশ সুপারকে জবাবদিহির আওতায় আনা হোক।

এ বক্তব্য এমন এক সময় এল, যখন এনসিপি ও জুলাই আন্দোলন সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চলছে। আগামীকাল রাজধানীতে এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে