ঢাকা, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
Sharenews24

এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণে আসতে পারে বড় পরিবর্তন

২০২৫ জুলাই ১৭ ২০:২৭:২৪
এসএসসি রেজাল্ট পুনঃনিরীক্ষণে আসতে পারে বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগস্টের প্রথম দশকের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

এই বছরের এসএসসি ফল প্রকাশ হয় ১০ জুলাই। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে আবেদন করার সুযোগ পেয়েছিল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৫টায় শেষ হয় এই আবেদন কার্যক্রম।

প্রতি বিষয়ের জন্য শিক্ষার্থীদের ১৫০ টাকা ফি দিয়ে নির্ধারিত ফরম্যাটে SMS পাঠিয়ে আবেদন করতে হয়েছে। টেলিটকের ডিজিটাল সার্ভিসেস বিভাগের জেনারেল ম্যানেজার সালেহ মো. ফজলে রাব্বী জানান, আবেদনকারীদের SMS-এর মাধ্যমে ফি কর্তনের কনফার্মেশন মেসেজ পাঠানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, “ফল প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। সেক্ষেত্রে আগামী ৯ বা ১০ আগস্টের মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।”

বোর্ড সূত্রে জানা গেছে, পুনঃনিরীক্ষণ বলতে কোনো প্রশ্ন নতুন করে মূল্যায়ন নয়। বরং, উত্তরপত্রে নম্বর সঠিকভাবে যোগ হয়েছে কি না বা কোনো উত্তর ভুলক্রমে বাদ পড়েছে কি না, তা যাচাই করা হয়। এই প্রক্রিয়ায় ফল সংশোধনের সুযোগ থাকে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

এই বিপুল সংখ্যক ফেল করা শিক্ষার্থীর অনেকেই পুনঃনিরীক্ষার মাধ্যমে ফল পরিবর্তনের আশায় আবেদন করেছেন। এখন তারা অপেক্ষা করছেন চূড়ান্ত ফল প্রকাশের।

মুয়াজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে