ঢাকা, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
Sharenews24

মোবাইল ব্যাংকিংয়ে নতুন রেকর্ড

২০২৫ মার্চ ১৮ ১৫:১৬:০০
মোবাইল ব্যাংকিংয়ে নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : দেশের মোবাইল ব্যাংকিং খাত নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৫ সালের জানুয়ারিতে ১ লাখ ৭১ হাজার ৬৬৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা একক মাসের হিসাবে এখন পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে ১ দশমিক ৬৪ লাখ কোটি টাকা লেনদেন হয়েছিল, যা এতদিন সর্বোচ্চ ছিল। জানুয়ারিতে গড় দৈনিক লেনদেন বেড়ে ৫ হাজার ৭২২ কোটি টাকা হয়েছে, ডিসেম্বরে যা ছিল ৫ হাজার ৪৯১ কোটি টাকা।

গত সাত মাস ধরে টানা মোবাইল লেনদেন বাড়ছে। ২০২৪ সালের জুনে ১ দশমিক ৫৫ লাখ কোটি টাকা, সেপ্টেম্বরে ১ দশমিক ৪৫ লাখ কোটি টাকা, নভেম্বরে ১ দশমিক ৫৬ লাখ কোটি টাকা লেনদেন হয়।

বিকাশ, রকেট, নগদসহ ১৩টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং (MFS) সেবা দিচ্ছে। বেতন প্রদান, রেমিট্যান্স লেনদেন, বিল পরিশোধ ও অনলাইন কেনাকাটার জন্য মোবাইল ব্যাংকিং ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে।

২০১৮ সালের ডিসেম্বরে যেখানে ৬ দশমিক ৭৬ কোটি গ্রাহক ছিল, সেখানে জানুয়ারিতে ২৩ দশমিক ৯৩ কোটি গ্রাহক রেকর্ড হয়েছে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, মোবাইল ব্যাংকিং দেশের প্রতিটি পরিবারে পৌঁছে গেছে এবং নগদ লেনদেন কমিয়ে ডিজিটাল অর্থনীতির প্রসার ঘটাচ্ছে।

মুসআব/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে