ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিদেশে এক ফ্রেমে পতিত সরকারের সাবেক চার মন্ত্রী

২০২৫ এপ্রিল ০২ ১৬:১৬:১২
বিদেশে এক ফ্রেমে পতিত সরকারের সাবেক চার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতিত হলে দলের অনেক মন্ত্রী-এমপি এবং নেতারা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কাউকে কাউকে বিদেশে দেখা গেলেও একসাথে একাধিক নেতাকে দেখা যায়নি। তবে সম্প্রতি যুক্তরাজ্যে পতিত সরকারের সাবেক চার মন্ত্রী একসঙ্গে দেখা দিয়েছেন।

মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের একটি হাসপাতালে তাদের একসঙ্গে দেখা যায় এবং পরে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

সাবেক চার মন্ত্রী হলেন: হাছান মাহমুদ, আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ইতিমধ্যে কিছুদিন থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সাবেক মন্ত্রীগণ মঙ্গলবার তাকে দেখতে হাসপাতালে যান।

এটি উল্লেখযোগ্য যে, এর আগে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে তাদের আলাদা আলাদা দেখা গেলেও ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এবারই প্রথম একসঙ্গে সাবেক এই চার মন্ত্রীকে দেখা গেছে।

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে