ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫
Sharenews24

জানা গেলো ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চাওয়া ব্যক্তির পরিচয়

২০২৫ মার্চ ২৮ ০৯:৫৮:৪৭
জানা গেলো ‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চাওয়া ব্যক্তির পরিচয়

নিজস্ব প্রতিবেদক : গত ২৫ মার্চ নির্বাচন কমিশনের (ইসি) কাছে 'আওয়ামী লিগ' নামে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেন উজ্জল রায়। তবে এই আবেদন নিয়ে তার পরিবার একটি আশ্চর্যজনক তথ্য জানিয়েছে। উজ্জল রায়ের মা-বাবা দাবি করেছেন, তিনি মানসিক রোগী। তারা জানান, উজ্জল রায় তার এলাকার মানুষের কাছে ‘ভিভিড সাহা’ নামে পরিচিত। বর্তমানে উজ্জল সাত দিন ধরে বাড়ি ছেড়ে চলে গেছেন এবং তার মা-বাবা জানেন না তিনি কোথায় আছেন।

উজ্জল রায়ের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায় এবং মা পারুল রায়। উজ্জলের বাবা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে একজন নিউরোসার্জনের কাছে ছেলের চিকিৎসা করাচ্ছেন এবং ছেলের মাথায় সমস্যা রয়েছে। তার ছেলে চারবার পরীক্ষায় অংশ নিয়ে এসএসসি পাস করেছেন এবং বর্তমানে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন।

উজ্জল রায়ের বাবা আরও জানান, তিনি জানেন না তার ছেলে কেন বা কিভাবে এমন একটি অদ্ভুত কাজ করেছেন, এবং এলাকার মানুষ তাদের কাছে অনেক প্রশ্ন করেছেন। তার বাবা বলেন, “আমার ছেলে মানসিক রোগী। আমি ছেলের হয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি।”

এছাড়া, উজ্জল রায়ের বিষয়ে তার এলাকার কিছু প্রতিবেশী বলেছেন, তারা তাকে ‘ভিভিড সাহা’ নামে চেনেন। কিন্তু বিষয়টি নিয়ে আরও কোনো প্রতিবেশী কথা বলতে রাজি হয়নি।

উজ্জল রায়ের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানিয়েছেন, তারা এ বিষয়ে কোনো তথ্য পাননি।

এদিকে, উজ্জল রায়ের মানসিক অবস্থা এবং তার অদ্ভুত কাজের পেছনে যে রহস্য রয়েছে, তা নিয়ে স্থানীয়রা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

মুয়াজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে