ঢাকা, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
Sharenews24

থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

২০২৫ এপ্রিল ০২ ১১:২৭:৩৪
থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক: প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (বিমসটেক) এর ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই সফরের সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। এটি তাঁদের প্রথম বিদেশ সফর, যা কূটনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত এই সম্মেলনে সদস্য দেশগুলো বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা করবে।

প্রধান উপদেষ্টার এই সফরকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে, কারণ এটি তার প্রথম আঞ্চলিক কূটনৈতিক বৈঠক, যেখানে বাংলাদেশসহ বিমসটেকভুক্ত সাতটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা অংশগ্রহণ করবেন।

আলীম/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে