ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

সৌদি আররে ঈদ উদযাপন নিয়ে নতুন বিতর্ক

২০২৫ এপ্রিল ০১ ১৯:৩৫:৫৮
সৌদি আররে ঈদ উদযাপন নিয়ে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে ঈদুল ফিতর উদযাপন নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে, যা মূলত চাঁদ দেখা সংক্রান্ত তর্কের কারণে। অনেক জ্যোতির্বিজ্ঞানী ও বিশেষজ্ঞ রোববার ঈদ উদযাপনের বিষয়টি খারিজ করে দেন, বলছেন যে শনিবার চাঁদ দেখা সম্ভব ছিল না।

খালিজ টাইমস ও গালফ নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব চাঁদ দেখার সময় ভুল ঘোষণা করেছে এবং ঈদ একদিন আগে পালনের সিদ্ধান্ত নিয়েছে। তারা সৌদি জনগণের পক্ষ থেকে 'কাফফারা' দেওয়ার প্রস্তাবও করেছেন।

বাহারি প্রতিবেদন অনুযায়ী, গত রোববার কিছু আরব দেশ ঈদ ঘোষণার পর, অন্য দেশগুলো সোমবার ঈদ উদযাপন করেছে। মিশর, জর্ডান, সিরিয়া এবং অন্যান্য সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ সৌদি আরবের ঘোষণার অনুসরণ করেনি। শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান ও ওমানের ইবাদি ধর্মীয় কর্তৃপক্ষও সোমবার ঈদ উপলক্ষে উদযাপন করেছে।

আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, পূর্ব গোলার্ধে শনিবার চাঁদ দেখা সম্ভব ছিল না। সৌদি জ্যোতির্বিজ্ঞানী বাদের আল-ওমাইরা গালফ নিউজকে বলেন, "শনিবারের সূর্যগ্রহণের পর চাঁদ দেখা অসম্ভব ছিল।"

নিউ ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ইমাদ আহমেদ উল্লেখ করেছেন যে, ইসলামিক মাসগুলো চাঁদের নতুন পর্যায় থেকে শুরু হয় না, বরং অর্ধচন্দ্রের পর্যায় থেকে শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, কারণ অনেকেই মনে করেন যে এতে কোটি কোটি মুসলিম একদিন আগে রোজা শেষ করেছেন।

২০১১ সালে সৌদি চাঁদ দেখা কর্তৃপক্ষ একটি ভুলের কারণে শনি গ্রহকে চাঁদ মনে করেছিল এবং ২০১৯ সালে একই ধরনের ঘটনা ঘটেছিল। তবে সৌদি কর্তৃপক্ষ দুবারই এসব প্রতিবেদন অস্বীকার করেছে।

চাঁদ দেখা, ঈদুল ফিতর ও ঈদুল আযহার মতো গুরুত্বপূর্ণ ইসলামি বিষয়গুলো মাঝে মাঝে বিতর্ক এবং নানা ব্যাখ্যার কারণ হয়। কিছু দেশ জ্যোতির্বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করে চাঁদ দেখা নিশ্চিত করে, অন্যরা খালি চোখে চাঁদ দেখতে চেষ্টা করে।

আলীম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে