ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
Sharenews24

অবশেষে প্রকাশ্যে দেখা গেল পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রীকে

২০২৫ এপ্রিল ০১ ২০:২২:১১
অবশেষে প্রকাশ্যে দেখা গেল পালিয়ে যাওয়া সাবেক মন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় সময় রোববার (৩১ মার্চ) লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি।

এটি ছিল হাছান মাহমুদের দীর্ঘদিন পর প্রকাশ্যে উপস্থিতি। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে দেশে না দেখতে পাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে এবার ঈদের নামাজ শেষে তিনি পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং সেই মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিতে দেখা যায়, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করছেন হাছান মাহমুদ। আরেকটি ছবিতে দেখা গেছে, হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশা। ছবিতে আরও দুই কিশোরও উপস্থিত ছিল।

সাংবাদিক সৈয়দ আনাস পাশা বলেন, ‘ছবিতে হাছান মাহমুদের ডান পাশের দুজনের একজন সম্ভবত তার ছেলে এবং অপরজন ভাতিজা।’ তিনি আরও জানান, হাছান মাহমুদ বর্তমানে বেলজিয়ামে থাকেন এবং ঈদ উদযাপন করতে লন্ডনে এসেছেন তার ছেলের সাথে।

উল্লেখযোগ্য যে, সৈয়দ আনাস পাশা জানান, তিনি এবং তার পরিবার লন্ডনের একই এলাকায় বাস করেন এবং ঈদের নামাজ শেষে সৈয়দ ফারুক তাদের পরিচয় করিয়ে দেন।

এ বিষয়ে কথা বলতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরিফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে