ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

মাকে নিয়ে পার্কে ঘুরতে গেলেন তারেক রহমান

২০২৫ এপ্রিল ০২ ১১:৩৯:২৭
মাকে নিয়ে পার্কে ঘুরতে গেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ ছয় বছরের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। চিকিৎসার জন্য তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে যুক্তরাজ্যের একটি পার্কে খালেদা জিয়াকে নিয়ে ঘুরতে যান তারেক রহমান। পারিবারিক এই সময় কাটানোর মুহূর্তটি বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হুইল চেয়ারে বসা খালেদা জিয়াকে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কের ফুটপাথে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা পাশে হাঁটছেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় খালেদা জিয়াকে। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়, যেখানে তিনি ১৭ দিন অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

পরবর্তীতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে তারেক রহমানের বাসায় নেওয়া হয়, যেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে