ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
Sharenews24

এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ

২০২৫ মার্চ ৩১ ১৯:৪৮:৫০
এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের শুরুতে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে জ্বালানি বিভাগ। এ প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ১ এপ্রিল থেকে কার্যকর করার জন্য নতুন প্রজ্ঞাপন জারি করেছে, যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে।

সোমবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। প্রাইসিং ফর্মুলার ভিত্তিতে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রেখেছে সরকার।

এ সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিলে ডিজেল প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় বিক্রি করা হবে।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে