ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

মার্কিন অস্ত্র রপ্তানি বাড়াতে ট্রাম্পের উদ্যোগ

২০২৫ এপ্রিল ০২ ১১:১৪:১৮
মার্কিন অস্ত্র রপ্তানি বাড়াতে ট্রাম্পের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন সামরিক সরঞ্জাম রফতানিতে সরকারি বিধিমালা শিথিলে একটি নির্বাহী আদেশ জারি করার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বুধবার (২ এপ্রিল) এই বিষয়ে একটি ঘোষণা আসতে পারে বলে খবর দেয়া হয়েছে, যা চারটি সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এই সূত্রগুলোতে রয়েছেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা।

যদি নির্বাহী আদেশটি বাস্তবায়িত হয়, তাহলে যেমন আরটিএক্স কর্প, লকহীড মার্টিন এবং বোয়িং সিও’র মতো বৃহৎ মার্কিন সামরিক ঠিকাদারদের রফতানি বৃদ্ধি পাবে। মার্কিন সরকারকে সামরিক সরঞ্জাম রফতানির বিষয়ে বেশ কিছু ক্ষেত্রে নিয়ম মানতে হয়। বিভিন্ন দেশে নির্দিষ্ট অর্থমূল্যের সরঞ্জাম রফতানি করার জন্য আগে কংগ্রেসকে অবহিত করে অনুমতি নিতে হয়।

ন্যাটো সদস্য দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র যেমন অস্ট্রেলিয়া, ইসরায়েল, জাপান, দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডের জন্য নির্দিষ্ট সীমা অন্য দেশের তুলনায় বেশি। এসব দেশের জন্য কংগ্রেসকে অন্তত ১৫ দিন আগে অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও অন্যান্য দেশের ক্ষেত্রে তা ৩০ দিন।

আগের মেয়াদেও ট্রাম্প মার্কিন অস্ত্র রফতানি বিধিমালায় অসন্তোষ প্রকাশ করেছিলেন, অভিযোগ ছিল যে মানবাধিকার বা অন্যান্য কারণে কংগ্রেস সদস্যরা রফতানিতে বিলম্ব ঘটান। এই নির্বাহী আদেশের বিষয়ে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও রয়টার্স কোন উত্তর পায়নি।

আলীম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে