ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

ভুয়া ফেসবুক আইডি, আব্দুল জব্বার মন্ডলের জিডি

২০২৫ এপ্রিল ০১ ২০:৪৩:৪৯
ভুয়া ফেসবুক আইডি, আব্দুল জব্বার মন্ডলের জিডি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডলের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেইজ খুলে অপপ্রচার করার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

সোমবার (৩১ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি থানায় এ জিডি করেন ভোক্তার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল। তার নিরাপত্তার স্বার্থে তিনি থানার নাম উল্লেখ করতে চাচ্ছেন না।

বিষয়টি নিশ্চিত করে আব্দুল জব্বার মন্ডল জানান, তার নাম ও ছবি ব্যবহার করে ৮ থেকে ১০টি ভুয়া ফেসবুক পেইজ ও অ্যাকাউন্ট খোলা হয়েছে। এসব পেইজ থেকে ভুল তথ্য সরবরাহ বা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে তার ওপর দায় আসতে পারে। তাই সতর্কতা হিসেবে তিনি থানায় জিডি করেছেন।

এ বিষয়ে তিনি আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন। সংশ্লিষ্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. জুয়েল রানা বলেন, ডিজি বিষয়টা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। ডিজির বিষয়ে ব্যবস্থ্যা নেওয়া জন্য ডিবি সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে