ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

অবশেষে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

২০২৫ এপ্রিল ০২ ১৬:০৮:১৮
অবশেষে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন মোদি

নিজস্ব প্রতিবেদক: অনেক চেষ্টা শেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৈঠকটি ৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১ এপ্রিল) বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো কূটনৈতিক সঙ্কেতের প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। এই বৈঠকটি সম্ভাব্যভাবে সোফা ফরমেটে অনুষ্ঠিত হবে। তবে সুনির্দিষ্ট সময় এখনও নির্ধারণ করা হয়নি।

পররাষ্ট্র সচিব মোঃ জসীম উদ্দিন জানিয়েছেন, বৈঠকের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আশাবাদী।

উল্লেখ্য, গত মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্বিপাক্ষিক আলোচনার জন্য একটি কূটনৈতিক নোট প্রদান করেছিল।

প্রসঙ্গত, ৩ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তাঁর সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

মারুফ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে