ঢাকা, বুধবার, ২ এপ্রিল ২০২৫
Sharenews24

আমেরিকা ভুল করলে ইরান পারমাণবিক অস্ত্রের দিকেই এগিয়ে যাবে

২০২৫ এপ্রিল ০১ ১৯:২৬:২৯
আমেরিকা ভুল করলে ইরান পারমাণবিক অস্ত্রের দিকেই এগিয়ে যাবে

আন্তজার্তিক ডেস্ক: আমেরিকা যদি কোনো ভুল করে, তাহলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ড. আলী লারিজানি।

সোমবার (৩১ মার্চ) রাতে ইরানি টেলিভিশনের একটি নিউজ টকশোতে আলী লারিজানি এ কথা জানান।

তিনি বলেন, "ইরানের ওপর সামরিক পদক্ষেপ কোনো ফল বয়ে নিয়ে আসবে না। ইসলামী বিপ্লবের নেতার ফতোয়া হচ্ছে, পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। তবে যদি আমেরিকা বা ইসরায়েল পারমাণবিক অস্ত্রের অজুহাতে ইরানে বোমা হামলা চালায়, তাহলে ইরান পারমানবিক বোমা তৈরির দিকে অগ্রসর হতে বাধ্য হবে।"

লারিজানি আরও উল্লেখ করেন, বোমা হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারবে না। ইরানের পারমাণবিক প্রযুক্তি এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে, হামলার ঘটনায় প্রতিক্রিয়া প্রকাশ করতে বিলম্ব হবে না।

ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে লারিজানি বলেন, বেশিরভাগ রাজনীতিবিদ ট্রাম্পের কথাকে ফাঁকা বাগ্মিতা হিসেবে দেখছেন। তার আচরণ বিশ্বজুড়ে একটি ইস্যুতে পরিণত হয়েছে। রাশিয়া এবং কানাডার উপর তিনি একটি রেখা টেনে দিয়েছিলেন, কিন্তু তেমন কিছু ঘটেনি।

তিনি যোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতার অঙ্গীকারগুলোকে ভঙ্গ করেছে। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ওই সমঝোতাকে ভালো মানের চুক্তি হিসেবে দেখেননি, কারণ আমেরিকার একজন প্রেসিডেন্ট সহজেই সেই চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘন করতে পারে, কিন্তু ইরান তার সব অঙ্গীকার পালন করেছে।

লারিজানি আরও বলেন, ইরান বৃহত্তর শক্তিগুলোর মধ্যে একটি বিশেষ অবস্থানে এসেছে, এবং বেশিরভাগ পশ্চিমা দেশ স্বাধীনভাবে ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু আমেরিকার চাপের কারণে তারা নিজেদের অবস্থানে অটল থাকতে পারছে না।

অবশেষে, লারিজানি বলেন, আমেরিকা ছাড়া ইসরাইল এ অঞ্চলে কিছু করতে পারবে না। ইহুদিবাদী ইসরায়েল যুদ্ধবিরতি ইস্যুকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। সমস্ত দেশ জানে যে, ইসরায়েলের যুদ্ধবিরতির অঙ্গীকার সম্পর্কে তেমন কোনো আস্থা নেই।

আলীম/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে