ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে অস্থিরতা, কৃত্রিমভাবে সূচক বাড়ানোর চেষ্টা

২০২৫ মার্চ ০৬ ১৪:৩১:২৩
শেয়ারবাজারে অস্থিরতা, কৃত্রিমভাবে সূচক বাড়ানোর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তী সরকার আসার পর কয়েকদিন শেয়ারবাজারে আশার আলো দেখেছিল বিনিয়োগকারীরা। কিন্তু সেই আলো বেশিদিন টিকেনি। খন্দকার রাশেদ মাকসুদ কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই শেয়ারবাজারে অস্থিরতা বিরাজ করছে। একদিন বাজার ইতিবাচক থাকলে তিনদিন নেতিবাচক থাকে। ফলে বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ আরও পাহাড়সম হয়।

এবার শেয়ারবাজারের অস্থিরতা গ্রাস করেছে খোদ নিয়ন্ত্রক সংস্থাকে। যে প্রতিষ্ঠানের শেয়ারবাজার দেখভাল করার কথা, সেই প্রতিষ্ঠানেই এখন অস্থিরতা ঝেঁকে বসেছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শেয়ারবাজার দেখাশোনার করার বোধহয় কেউ নেই।

এদিকে, আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি-তে চলছে রাশেদ মাকসুদ কমিশনের পদত্যাগে কর্মকর্তা-কর্মচারিদের এক দফার আন্দোলন। তাদের পাশে যোগ দিয়েছেন বিনিয়োগকারীদের একটি অংশ।

এমন পরিস্থিতিতে দেশের উভয় শেয়ারবাজারে অস্থিরতার মধ্যেই আজ লেনদেন শেষ হয়েছে। এদিন আইসিবি-সহ বেশ কিছু প্রতিষ্ঠানের সহায়তায় কৃত্রিমভাবে উভয় বাজারের সূচক ও লেনদেন ইতিবাচক রাখার প্রয়াস চালানো হয়। যার কারণে বড় মূলধনী কিছু কোম্পানির দাম ইতিবাচক রাখার মাধ্যমে সূচক ও লেনদেন বৃদ্ধি করা হলেও উভয় বাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের পতন দেখা যায়।

বৃহস্পতিবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ৭.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৩ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ২.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮১ কমে ১ হাজার ৮৮৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৩ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন বেড়েছে ৩৪ কোটি ৮৩ লাখ টাকার।

ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬৯টির এবং পরিবর্তন হয়নি ৮৬টির।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে