ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

‘আপনার কি স্যুট নেই’, উত্তরে যা বললেন জেলেনস্কি

২০২৫ মার্চ ০২ ১৫:৫৪:২০
‘আপনার কি স্যুট নেই’, উত্তরে যা বললেন জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে এক নজিরবিহীন বাগবিতণ্ডা ঘটেছে। শুক্রবারের বৈঠকে সাংবাদিকরা জেলেনস্কির পোশাক নিয়ে প্রশ্ন তোলেন, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ওই বৈঠকে ট্রাম্প স্যুট-কোট-টাই পরলেও জেলেনস্কি সামরিক আদলের পোশাক পরে উপস্থিত হন। ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত ডানপন্থী সংবাদমাধ্যম রিয়েল আমেরিকা’স ভয়েস-এর প্রধান প্রতিবেদক ব্রায়ান গ্লেন সরাসরি প্রশ্ন করেন কেন তিনি স্যুট পরেননি। তার মতে, প্রেসিডেন্ট জেলেনস্কি স্যুট পরলে হোয়াইট হাউসের ভাবমূর্তি আরও উন্নত হত।

সাংবাদিক প্রশ্ন করার পর জেলেনস্কি অবাক হয়ে উল্টো প্রশ্ন করেন, "আপনার সমস্যা কী?" তিনি আরও বলেন, "যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে, তখন আমি স্যুট পরব, হয়তো সেটা আপনার চেয়েও ভাল হবে।"

এর আগে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে কখনও অলিভ সবুজ রঙের সোয়েটশার্ট ও কার্গো প্যান্ট, কখনও বাদামি পোশাক পরতে দেখা গেছে। জেলেনস্কি ইতোমধ্যে জানিয়েছেন যে, তিনি তার দেশের যুদ্ধের পরিস্থিতি বোঝাতে এমন পোশাক পরেন এবং তার পোশাকের মাধ্যমে ইউক্রেনের সংকটের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চান।

আদনান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে