ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ‍হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

২০২৫ মার্চ ০১ ১৭:৫৫:০৯
বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ‍হুঁশিয়ারি দিলেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদক : ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিল্লি পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভারতে অনুপ্রবেশ ঠেকাতে যে চক্র সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

অমিত শাহ বলেন, "এটা জাতীয় নিরাপত্তার বিষয়, তাই এই সমস্যা কঠোরভাবে মোকাবেলা করা উচিত।" তিনি দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশ দেন। এছাড়া, তিনি উর্ধ্বতন কর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন।

অমিত শাহ আরও বলেন, "যে সমস্ত থানা এবং মহকুমা ধারাবাহিকভাবে খারাপ পারফর্ম করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।" তিনি বিশেষভাবে উল্লেখ করেন, অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভারতে ঢোকানো, তাদের কাগজপত্র তৈরি করা এবং দেশে তাদের অবস্থান নিশ্চিত করা—এ ধরনের কাজকারী চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, "অবৈধ অনুপ্রবেশকারীরা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। তাই তাদের চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠাতে হবে।"

এই নির্দেশনা ও পদক্ষেপের মাধ্যমে অমিত শাহ ভারতের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে আরও কার্যকর ব্যবস্থা নিতে চান।

আদনান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে