ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

নিউইয়র্কে শুক্রবার ৪.৮ মাত্রার ভূমিকম্প

২০২৪ এপ্রিল ০৫ ২২:৫৪:২৯
নিউইয়র্কে শুক্রবার ৪.৮ মাত্রার ভূমিকম্প

নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্প

প্রবাস ডেস্ক : বিশ্বের রাজধানী নিউইয়র্কে ৫ এপ্রিল শুক্রবার সকাল ১০ টাক ২৩ মিনিটে একটি ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়।

তবে ভূমিকম্পের পরপরই নিউইয়র্ক স্টেটের গভর্নরের অফিসের দল এবং নিউইয়র্ক সিটি মেয়রের অফিসের দল এই বিষয়ে কাজ শুরু করে। তারা খতিয়ে দেখছে কোনো ক্ষতি হয়েছে কিনা। তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়।

কোথাও কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে জরুরি ভিত্তিতে ৯১১-এ কল করার জন্য নিউইয়র্ক সিটিবাসীকে এলার্ট দিয়ে জানানো হয়।

এদিকে ৫ এপ্রিল সকালে যখন ভূমিকম্প শুরু হয় তখন অনেকেই বুঝতেই পারেননি যে ভূমিকম্প হচ্ছে। অনেকেই আবার বুঝতে পেরেছেন ভূমিকম্প হচ্ছে। যারা বুঝতে পেরেছেন তারা দ্রুততম সময়ের মধ্যে বাসার ও অফিসের বাইরে বের হয়ে রাস্তার উপরে দাঁড়িয়েছিলেন।

ভূমিকম্প বুঝতে না পেরে অনেকেই অফিসে বা বাড়িতে ছিলেন। অনেকেই এই সময় পাতাল রেলের ভিতরে এবং বাসে ছিলেন। পাতাল রেলের ভেতরে যারা ছিলেন তারাও অতটা বুঝতে পারেননি।

তবে ভূমিকম্পের পরপরই বিভিন্ন মোবাইল ফোনে কল রিসিভ করা হচ্ছিল না এবং মেসেজও পাঠানো হচ্ছিল না। এ ছাড়া ওই সময় অনেক মোবাইল নেটওয়ার্কে সমস্যা হচ্ছিল। কয়েক মিনিট পরে, তবে, এটি সক্রিয় করা হয়েছিল।

ভূমিকম্পের সময় তারা একে অপরকে ফোন করে খবর নেওয়ার চেষ্টা করে। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগ থেকে শিক্ষার্থীদের কাছে বার্তা পাঠানো হয়।

এদিকে ঘটনার পরপরই নিউইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হকুল তার টুইটারে টুইট করেন। তিনি ভূমিকম্পের কথা উল্লেখ করে বলেন, তার দল কাজ করছে।

এদিকে ভূমিকম্পের সময়ে তাড়াহুড়া করে বাইরে বের হয়ে যান একাধিক প্রতিষ্ঠানের স্টাফরা। কেউ কেউ চাবি নিতে ভুলে যাওয়ার কারণে অফিস বন্ধ হয়ে যায়। পরে তার অন্য এক কলিগকে দিয়ে চাবি আনিয়ে তার পর অফিস খোলেন এই সময়ে ওই সব অফিসের অপারেশন বন্ধ থাকে।

এরমধ্যে সোনালী এক্সচেঞ্জ একটি। জ্যাকসন হাইটসের তাদের অফিসে কর্তব্যরতরা ভূমিকম্পের সময়ে বাইরে বের হয়ে গেলেও ভেতরের চাবি নিতে ভূলে যাওয়ায় তখন তারা অপারেশন চালাতে পারেননি।

এরপর তার এক কলিগ বাসা থেকে এসে অফিসের চাবি নিয়ে আসেন বলে জানান সেখানকার একজন কর্মকর্তা। সাময়িক সময়ের জন্য অপরাশেন বন্ধ থাকায় তারা দু:খ প্রকাশ করেন।

এদিকে ভূমিকম্পের কিছুক্ষণ পর নিউইয়র্ক সিটি থেকে বিভিন্ন মানুষের কাছে মোবাইলে এলার্ট পাঠান এবং বলেন কারো যদি কোন ধরণের ক্ষতি হয়ে থাকে তাহলে ৯১১ এর কল করার জন্য।

গভর্নর ক্যাথে হোকলু তার @GovKathyHochul থেকে এক বার্তায় বলেন, একটি ৪.৮ মাত্রার ভূমিকম্প ম্যানহাটনের পশ্চিমে আঘাত হানে এবং সারা নিউইয়র্ক জুড়ে অনুভূত হয়েছে।

আমার দল ভূমিকম্পের প্রভাবগুলি এবং যে কোনও ক্ষয়ক্ষতি ঘটতে পারে তা মূল্যায়ন করছে এবং আমরা সারা দিন জনসাধারণকে আপডেট করব।

উল্লেখ, এর আগে চলতি বছরের জানুয়ারি মাসের ২ তারিখে একটি মৃদু ভূমিকম্প হয়েছিল নিউইয়র্ক সিটিতে। ওই সময়ে ১.৭ মাত্রার ভূমিকম্প হয়। সেটি নিউইয়র্ক সিটিতে অনুভূত হয়। তখন বলা হয়েছিল, নিউ ইয়র্ক সিটিতে আঘাত হানা ১.৭ মাত্রার ভূমিকম্প ম্যানহাটন এবং কুইন্সের মধ্যে একটি দ্বীপে ধারাবাহিক ছোট বিস্ফোরণের কারণ হয়ে থাকতে পারে।

ওই দিন ইউএস জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গেছে, কুইন্সের অ্যাস্টোরিয়ার কাছে ৫:৪৫ মিনিটে ভূমিকম্পটি ঘটে। ওইসময়ে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ভূমিকম্প প্রসঙ্গে ৩৫ বছরেরও বেশি সময় ধরে নিউইয়র্কে থাকা একজন সম্বোধনকারীকে বলেন, নিউইয়র্কে এমন ভূমিকম্প আগে দেখিনি।

আর যখন ভূমিকম্প হচ্ছিল তখন বুঝতে পারিনি যে ভূমিকম্প হচ্ছে। তাই অফিসের বাইরেও যাইনি। আমি অফিসের ভিতরে ছিলাম। অন্য লোক বেরিয়ে আসে কিনা তা দেখছিলাম। আমি বোঝার চেষ্টা করছিলাম আসলে কি হচ্ছে।

শেয়ারনিউজ, ০৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে