ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

‘রাজাকারের বাচ্চা’ বলায় শিবির নেতার তীব্র হুঁশিয়ারি

২০২৫ আগস্ট ২৪ ১৭:১১:২৮
‘রাজাকারের বাচ্চা’ বলায় শিবির নেতার তীব্র হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই অভ্যুত্থান’ ইস্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যকে "দলীয় প্রশ্রয়ে দেওয়া দুঃসাহসিক ও বিভ্রান্তিকর" বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মহিউদ্দিন খান।

রোববার (২৪ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

মহিউদ্দিন খান বলেন,“দায়মুক্তির কালচার থেকে বেরিয়ে না আসলে ক্ষমতার আশপাশে থাকা ব্যক্তিরা ভয়ঙ্কর হয়ে ওঠে। জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমান যে ‘কালো শক্তি ও রাজাকারের বাচ্চা’ মন্তব্য করেছেন, তা সরাসরি আওয়ামী লীগের বয়ানের সঙ্গে মিলে যায়।”

তিনি আরও বলেন,“বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার এমন দায়িত্বশীল পদে থেকে কেউ যদি শহীদদের রক্ত, আহতদের আত্মত্যাগ আর সংগ্রামী জনতার চেতনাকে কালো শক্তি বলে আখ্যা দেন, তাহলে সেটিকে নিছক ‘ব্যক্তিগত মত’ বলে দায় এড়ানো যাবে না। এটি স্পষ্টতই দলীয় প্রশ্রয়ের ফসল।”

মহিউদ্দিন খান বলেন,“এই বক্তব্য যদি বিএনপির অফিশিয়াল অবস্থান না হয়ে থাকে, তাহলে আমরা প্রত্যাশা করি—ফজলুর রহমানকে দায়মুক্তি না দিয়ে দলের পক্ষ থেকে বহিষ্কার করা হবে।”

সম্প্রতি ফজলুর রহমান বিএনপির একটি জনসভায় বলেন,“জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কালো শক্তি ও রাজাকারের বাচ্চা।”এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়, বিশেষ করে অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র ও সাধারণ জনগণের মধ্যে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে