ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

উপদেষ্টার সাথে নারীর ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

২০২৫ আগস্ট ২৪ ১৫:৫৬:৪৩
উপদেষ্টার সাথে নারীর ভাইরাল ছবি নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এক নারীর ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—এমনটাই দাবি করেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার।

রোববার (২৪ আগস্ট) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, ভাইরাল হওয়া ওই হোটেলরুমের ছবি বাস্তব নয় বরং এটি এআই প্রযুক্তির মাধ্যমে দুইটি আলাদা ছবি যুক্ত করে তৈরি করা হয়েছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী:

উপদেষ্টা আসিফ ও ওই নারীর ভিন্ন দুটি প্রকৃত ছবি থেকে এআই ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়।

বিশ্লেষণে দেখা গেছে, নারীর হাতে থাকা ফুলটি বিকৃত ও অসম্পূর্ণ—যা এআই-প্রস্তুত ছবিতে সাধারণত দেখা যায়।

ছবির আলো-ছায়া, অঙ্গভঙ্গি এবং বস্তুর রূপেও অসঙ্গতি রয়েছে।

তথ্য যাচাইকারী সংস্থাটি আরও বলেছে, ভুল তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট ছবিটি মুছে ফেলার অনুরোধও জানানো হয়েছে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে