ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

ডিজিটাল ব্যাংকের মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা

২০২৫ আগস্ট ২৪ ২০:২৭:৩১
ডিজিটাল ব্যাংকের মূলধনের শর্ত বাড়িয়ে ৩০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম মূলধনের শর্ত বৃদ্ধি করে ৩০০ কোটি টাকা নির্ধারণ করেছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, ২০২৩ সালের ১৪ জুন প্রণীত ডিজিটাল ব্যাংক গাইডলাইনে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য ন্যূনতম পরিশোধিত মূলধন ধরা হয়েছিল ১২৫ কোটি টাকা। অন্যদিকে, প্রচলিত ব্যাংকের লাইসেন্স পেতে ৫০০ কোটি টাকা পরিশোধিত মূলধন থাকা বাধ্যতামূলক।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল ব্যাংকগুলোকে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী লাইসেন্স দেওয়া হবে। তবে ডিজিটাল ব্যাংকের পেমেন্ট সার্ভিস পরিচালনা হবে বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম রেগুলেশনস, ২০১৪-এর বিধিমালা অনুযায়ী।

এছাড়া, ডিজিটাল ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংক থেকে লাইসেন্স পাওয়ার পর পাঁচ বছরের মধ্যে শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে। এই আইপিওর আকার হবে ন্যূনতম স্পন্সর বা উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগের সমান।

ডিজিটাল ব্যাংকিং হল একটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা যেখানে শাখা নেই। এর ফলে সব ধরনের ব্যাংকিং সেবা ইন্টারনেটের মাধ্যমে প্রদান করা হবে। মূলত, ডিজিটাল ব্যাংকগুলো একটি প্রধান কার্যালয় থেকে পরিচালিত হবে এবং শাখার প্রয়োজন হবে না।

গাইডলাইনে আরও বলা হয়েছে, প্রচলিত ব্যাংকের ব্যবসা পরিচালনা, সুশাসন ও কার্যক্রম সংক্রান্ত সব বিধি ডিজিটাল ব্যাংকেও প্রযোজ্য থাকবে। অর্থাৎ, ডিজিটাল ব্যাংকও দেশের ব্যাংকিং নিয়মাবলী ও আইন মেনে চলতে বাধ্য থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এই নতুন নিয়মের ফলে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আরও উচ্চমানের মূলধন বিনিয়োগ নিশ্চিত হবে এবং ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, এটি ডিজিটাল ব্যাংকিং খাতকে আরও সুষ্ঠু ও নিয়ন্ত্রিত করবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে