ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

এবার না ফেরার দেশে শহীদ সাজিদের বাবা

২০২৫ আগস্ট ২৪ ১৬:০৪:৫২
এবার না ফেরার দেশে শহীদ সাজিদের বাবা

নিজস্ব প্রতিবেদক: জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বাবা জিয়াউল হক আর নেই। রোববার (২৪ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন জিয়াউল হক। চলতি মাসের ৩ আগস্ট হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। পরে ১৩ আগস্ট তার অস্ত্রোপচার হয় এবং তারপর থেকে তিনি হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

প্রথম জানাজা অনুষ্ঠিত হবে রোববার সকাল ১১টায় সিএমএইচ প্রাঙ্গণে। পরে মরদেহ নেওয়া হবে তার নিজ গ্রাম টাঙ্গাইলের ধনবাড়ীতে, যেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জিয়াউল হক বাংলাদেশ বিমান বাহিনীতে মাস্টার ওয়ারেন্ট অফিসার পদে কর্মরত ছিলেন। দায়িত্বশীল, সৎ ও জনপ্রিয় একজন কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন তিনি।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তার ছেলে ইকরামুল হক সাজিদ, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ শিক্ষার্থী ছিলেন। সাজিদ গণঅভ্যুত্থানের সময় ঢাকার গুলিস্তানে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম শহীদ সাজিদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো শোকবার্তায় উপাচার্য বলেন,“সাজিদের পিতার মৃত্যু আমাদের জন্য আরও একটি বেদনাদায়ক অধ্যায়। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে