ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

লেনদেনে এক বছরের রেকর্ড, তিনদিন পর সবুজে শেয়ারবাজার

২০২৫ আগস্ট ২৪ ১৫:২২:১০
লেনদেনে এক বছরের রেকর্ড, তিনদিন পর সবুজে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ আগস্ট) শেয়ারবাজারে এক বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ। বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে লেনদেনের এ রেকর্ড তৈরি হয়েছে, যা বাজারে নতুন আস্থার ইঙ্গিত দিচ্ছে। দীর্ঘদিন ধরে লেনদেন সীমিত থাকলেও সাম্প্রতিক সময়ে বাজারে তারল্য বাড়ায় ইতিবাচক ধারা ফিরতে শুরু করেছে।

এদিকে, তিন দিন পর আজ উত্থানে ফিরেছে সূচক। সূচকের এই ঊর্ধ্বগতি বাজারে স্থিতিশীলতা ফেরার একটি সংকেত হিসেবে দেখা হচ্ছে। যদিও আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে, তবুও বাজারে সার্বিক লেনদেনের গতি ও সূচকের উত্থান বিনিয়োগকারীদের জন্য আশাব্যঞ্জক খবর।

বিশ্লেষকদের মতে, রেকর্ড লেনদেন প্রমাণ করে বিনিয়োগকারীরা বাজারের প্রতি আবারও আস্থা রাখতে শুরু করেছেন। এটি যদি অব্যাহত থাকে, তবে সামনের দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল হয়ে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

রোববারের বাজার পর্যালোচনা আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচকে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স ১৪.২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮৯.১৭ পয়েন্টে। অপরদিকে, ডিএসইএস সূচক ০.৮১ পয়েন্ট কমে নেমেছে ১ হাজার ১৭৯.৫২ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ১২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০১.৫৯ পয়েন্টে।

লেনদেনে অংশ নেয় মোট ৪০০টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৮০টির দর বেড়েছে, ১৯০টির দর কমেছে এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। দিনশেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকা, যা আগের দিনের ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার তুলনায় প্রায় ৪৩৩ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ২০ কোটি ৪০ লাখ টাকার, যা আগের দিনের ৮ কোটি ১৮ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৪৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১১৩টির দর বেড়েছে, ১১৪টির কমেছে এবং ১৬টির দর অপরিবর্তিত ছিল।

সার্বিকভাবে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫০.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৫.০১ পয়েন্টে। আগেরদিন সূচকটি ৪৩.৪২ পয়েন্ট কমেছিল।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে