ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

অবশেষে স্বস্তি পেলেন সারোয়ার তুষার

২০২৫ আগস্ট ২৪ ১১:১৫:৪৮
অবশেষে স্বস্তি পেলেন সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার-এর বিরুদ্ধে জারি করা শোকজ নোটিশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে দলটি। ফলে এখন থেকে তিনি পুনরায় পার্টির সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবেন।

শনিবার (২৩ আগস্ট) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারোয়ার তুষারের বিরুদ্ধে শোকজ নোটিশটি জারি করা হয়েছিল এক নারী নেত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭ জুন তারিখে নৈতিক স্থলনের অভিযোগে সারোয়ার তুষার বরাবর একটি কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। তিনি আহ্বায়ক, সদস্যসচিব, রাজনৈতিক পর্ষদ এবং শৃঙ্খলা কমিটির কাছে লিখিত জবাব দাখিল করেন।

জবাবটি পর্যালোচনা করে এনসিপি উল্লেখ করে, একান্ত ব্যক্তিগত এই যোগাযোগের ঘটনাটি নারীর প্রতি সংবেদনশীলতা এবং ন্যায়বিচারের দৃষ্টিকোণ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে।

শোকজ নির্দেশনা অনুযায়ী, সারোয়ার তুষার গত দুই মাস ধরে এনসিপির কোনো কর্মকাণ্ডে অংশ নেননি।তিনি:

জুলাইয়ের দেশব্যাপী পদযাত্রায় অংশ নেননি,

জাতীয় ঐকমত্য কমিশনে দলের প্রতিনিধিত্ব করেননি,

নরসিংদীসহ কোথাও সংগঠনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন না,

এবং মিডিয়ায় দলের পক্ষে বক্তব্য প্রদান থেকেও বিরত ছিলেন।

দলীয় বিবৃতিতে বলা হয়:"সার্বিক ঘটনা, প্রাপ্ত আলামত এবং জবাব বিশ্লেষণ করে দেখা গেছে যে, সারোয়ার তুষার যথাযথভাবে দলের নির্দেশনা অনুসরণ করেছেন। তাই তাকে সংগঠনের সকল কর্মকাণ্ডে পুনরায় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শোকজ নোটিশটি প্রত্যাহার করা হলো।"

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে