ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

ঢাকার শেয়ারবাজারে বিরল ঘটনা

২০২৫ আগস্ট ১৯ ২১:৩৯:৪১
ঢাকার শেয়ারবাজারে বিরল ঘটনা

নিজস্ব প্রতিবেদক: টানা সাত কর্মদিবসের পতনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ২২২ পয়েন্ট। এরপর উভয় বাজার উত্থানের ধারায় ফেরে। সেই ধারায় টানা তিনদিন উত্থানে প্রধান ডিএসই প্রধান সূচক ফিরেছে ১০৫ পয়েন্ট। তবে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) মুনাফা তোলার চাপে সূচক আবারও নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। এদিন ডিএসইর সূচক কমেছে ৯ পয়েন্ট।

কিন্তু সূচকের এমন পতনের মাঝেই বাজারে দেখা গেছে এক অন্যন্য দৃষ্টান্ত। ডিএসইতে আজ মোট ৪০০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৪টির দাম বেড়েছে, ১৬৪টির দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির। সূচক কমলেও সমান সংখ্যক শেয়ারদরের উত্থান-পতন শেয়ারবাজারে সচরাচর দেখা যায় না। বিশ্লেষকরা বলছেন, এটি বাজারের একটি বিরল ঘটনাপ্রবাহ।

এই ধরনের পরিস্থিতিতে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়া ছিল মিশ্র। অনেকে মনে করছেন, সূচক সামান্য কমলেও বাজারে মূলত স্থিতিশীলতা বজায় রয়েছে, কারণ সমান সংখ্যক শেয়ারের দাম ওঠানামা করেছে। আবার অন্য একদল বিনিয়োগকারীর মতে, এই সমতা বাজারে অনিশ্চয়তার প্রতিফলন। তারা মনে করছেন, বিনিয়োগকারীরা দোদুল্যমান অবস্থায় রয়েছেন—কেউ আস্থা নিয়ে শেয়ার কিনছেন, আবার কেউ নিরাপদে মুনাফা তুলে নিচ্ছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, সমান সংখ্যক শেয়ারের উত্থান ও পতন বাজারের এক ধরণের ভারসাম্যকে তুলে ধরে। এটি ইঙ্গিত দিচ্ছে যে বাজারে আতঙ্ক নেই। বরং বিনিয়োগকারীরা খাতভিত্তিক বাছাই করে লেনদেন করছেন। অর্থাৎ যারা সম্ভাবনাময় মনে করছেন, সেসব শেয়ারের দিকে ঝুঁকছেন, আর দুর্বল শেয়ার থেকে বেরিয়ে যাচ্ছেন।

তবে বাজারে সূচক পতনের মধ্যেই এই ধরনের সমতা আরেকটি বাস্তবতাও তুলে ধরে—সেটি হলো, বাজারে সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। বিনিয়োগকারীরা মূলত অনিশ্চয়তার মধ্যে লেনদেন করছেন। একদিকে উত্থান হওয়া কোম্পানিগুলোয় আস্থা তৈরি হলেও অন্যদিকে পতন হওয়া কোম্পানিগুলোতে আস্থার সংকট রয়ে গেছে। ফলে বাজারের প্রকৃত পুনরুদ্ধার এখনও হয়নি বলে অনেকে মনে করছেন।

ডিএসইর দীর্ঘদিনের রেকর্ড ঘেঁটে দেখা যায়, সূচক পতনের দিনে দাম বাড়া এবং কমা শেয়ারের সংখ্যা সমান হওয়া বিরল ঘটনা। সাধারণত সূচক কমলে বাজারজুড়ে পতনের স্রোত বয়ে যায়। আবার সূচক বাড়লে শেয়ারদরের সামগ্রিক ঊর্ধ্বমুখিতা দেখা যায়। কিন্তু আজ মঙ্গলবারের ঘটনাটি সেই চিত্রকে ভেঙে দিয়ে বাজারে অন্যন্য নজির তৈরি করেছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, এই নজির বাজারের জন্য ইতিবাচক সংকেতও হতে পারে। কারণ এটি প্রমাণ করে, সব শেয়ারে একই রকম প্রভাব পড়ছে না। খাতভিত্তিক কোম্পানির ভিন্নতর পারফরম্যান্স বিনিয়োগকারীরা খেয়াল করছেন। তবে টেকসই ইতিবাচক ধারা ফিরিয়ে আনতে হলে বাজারে আরও আস্থা সৃষ্টির উদ্যোগ প্রয়োজন।

সালাহউদ্দিন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে