ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশি কাইরান কাজী সম্পর্কে যা বললেন ইলন মাস্ক

২০২৫ আগস্ট ২৪ ১২:২৫:৫৩
বাংলাদেশি কাইরান কাজী সম্পর্কে যা বললেন ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিস্ময়বালক কাইরান কাজী সম্প্রতি ইলন মাস্কের মালিকানাধীন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স ছেড়ে নিউইয়র্কভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান সিটাডেল সিকিউরিটিজে যোগ দেওয়ার পর, এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্ক নিজেই।

ফরচুন ম্যাগাজিন গত ২০ আগস্ট কাইরানের চাকরি পরিবর্তনের খবর প্রকাশ করে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একাধিক ব্যবহারকারী ইলন মাস্ককে এ বিষয়ে প্রশ্ন করেন এবং সত্যতা জানতে চান।

জবাবে ইলন মাস্ক নিজের এক্স অ্যাকাউন্টে সংক্ষেপে বলেন,"এই প্রথম আমি তার বিষয়ে শুনেছি।"

মাত্র ১৪ বছর বয়সে, ২০২৩ সালে কাইরান স্পেসএক্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানটিকে তিনি “অনন্য” বলে আখ্যা দিয়েছিলেন, কারণ সেখানে তার বয়সকে কোনো বাঁধা হিসেবে দেখা হয়নি। বর্তমানে তিনি সিটাডেল সিকিউরিটিজে একজন ডেভেলপার হিসেবে কাজ শুরু করছেন।

বিজনেস ইনসাইডারকে দেওয়া এক সাক্ষাৎকারে কাইরান বলেন,"স্পেসএক্সে দুই বছর কাটানোর পর আমি অনুভব করেছি যে, এখন নতুন চ্যালেঞ্জ গ্রহণের সময় এসেছে। কোয়ান্টিটেটিভ ফাইন্যান্স এমন একটি ক্ষেত্র, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার মতো জটিলতা আছে, তবে তা আরও দ্রুতগতির। এখানে আমি মাস বা বছর নয়, বরং কয়েক দিনের মধ্যেই কাজের ফল দেখতে পাব।"

কারা এই কাইরান কাজী?

বর্তমান বয়স: ১৬ বছর

বিশ্ববিদ্যালয় ডিগ্রি: সান্তা ক্লারা ইউনিভার্সিটি থেকে ১৪ বছর বয়সে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে: সর্বকনিষ্ঠ স্নাতক

প্রযুক্তি খাতে পরিচিতি: স্পেসএক্সে কাজ করার মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান

লস অ্যাঞ্জেলস টাইমস-এর তথ্য অনুযায়ী, মাত্র দুই বছর বয়স থেকেই কাইরানের মধ্যে অসাধারণ ভাষাগত ও বিশ্লেষণী প্রতিভার প্রকাশ ঘটে।

কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার পর থেকেই সে রেডিওতে শোনা গল্প বন্ধুদের বলত। তৃতীয় শ্রেণিতে তার মনে হয় স্কুলের পাঠ্যসূচি চ্যালেঞ্জিং নয়। তখন তার বাবা-মা তাকে ক্যালিফোর্নিয়ার একটি কমিউনিটি কলেজে ভর্তি করান। পরে ১১ বছর বয়সে সে সান্তা ক্লারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়।

স্পেসএক্সে কাইরানের ভূমিকা তাকে বিশ্বের অন্যতম কমবয়সী প্রযুক্তিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করে। তার ক্যারিয়ারের এই রূপান্তর প্রযুক্তি ও ফাইন্যান্স জগতের নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে