ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

“রয়ে সয়ে চুরি করবে”—এমন নেতৃত্ব চান শবনম ফারিয়া

২০২৫ আগস্ট ২৪ ২৩:০০:১০
“রয়ে সয়ে চুরি করবে”—এমন নেতৃত্ব চান শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক: দেশের রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা মত দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তার মতে, বাংলাদেশের ক্ষমতায় যারা-ই থাকুক না কেন, দুর্নীতির অভিযোগ এড়ানো যাবে না। তবে তিনি চান, অন্তত সীমিত আকারে হলেও এ ধরনের অনিয়ম হোক।

সম্প্রতি এক অনলাইন টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, “আমাদের দেশে ক্ষমতায় আসা মানেই চুরি। আমি চাই অন্তত সেটা যেন রয়ে সয়ে করা হয়। কারণ পুরোপুরি চুরি বন্ধ হওয়া সম্ভব নয়।”

শুধু দুর্নীতির প্রসঙ্গই নয়, মতপ্রকাশের স্বাধীনতা নিয়েও নিজের অবস্থান জানান ফারিয়া। তিনি মনে করেন, আগের তুলনায় মানুষ অনেক বেশি খোলামেলা মত দিতে পারছে। তবে এ সুযোগ সবার জন্য সমান নয়।

তার ভাষ্য, “যদি সত্যি মতপ্রকাশের স্বাধীনতা থাকে, তাহলে বিরোধী মতের মানুষকেও কথা বলার সুযোগ দিতে হবে। শুধু ক্ষমতাসীনদের সমর্থকরাই যদি মুক্তভাবে কথা বলতে পারে, তাহলে সেটি ন্যায্য নয়।”

অভিনেত্রী আরও বলেন, দেশে ‘মব কালচার’ বা জনতার আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। যদিও সরকার কিছু ভালো উদ্যোগ নিয়েছে, তবে এই সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে