ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

ইসির ভেতরে রুমিন-আতাউল্লাহর মুখোমুখি সংঘর্ষ

২০২৫ আগস্ট ২৪ ১৬:১২:৫৯
ইসির ভেতরে রুমিন-আতাউল্লাহর মুখোমুখি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমানা পুননির্ধারণ সংক্রান্ত শুনানিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের অডিটরিয়ামে। ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তি শুনানিকালে হাতাহাতি ও হট্টগোলের ঘটনা ঘটে।

রোববার (২৪ আগস্ট) সকালে শুনানির সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে এবং গঠনতন্ত্র অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণে কাজ করছে।তবে তার বক্তব্যের পরপরই শুরু হয় দুই পক্ষের তর্কাতর্কি।

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের প্রতিনিধিত্বকারী দুই পক্ষ—জাতীয় পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ এবং বিএনপি’র সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি রুমিন ফারহানা

—এই দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। বিষয়টি দ্রুতই হাতাহাতিতে রূপ নেয় বলে জানিয়েছে উপস্থিত গণমাধ্যম ও ইসি সংশ্লিষ্টরা।

সময়সীমা ও এনটিভি অনলাইনের সরবরাহকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, উভয় পক্ষের কর্মীরা পরস্পরকে ধাক্কা দেন এবং উগ্র ভাষায় আক্রমণ করেন। এক পর্যায়ে ইসি কর্মকর্তারা ও নিরাপত্তা সদস্যরা হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হট্টগোলের কারণে কিছু সময়ের জন্য শুনানি বন্ধ রাখা হয়, তবে পরিস্থিতি শান্ত হলে আবারো শুনানি শুরু হয় বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের একটি সূত্র।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে