ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

সরকারের এমন আদেশ অদ্ভুত ও হাস্যকর : মাসুদ কামাল

২০২৫ আগস্ট ২৪ ২৩:০৮:৩৭
সরকারের এমন আদেশ অদ্ভুত ও হাস্যকর : মাসুদ কামাল

নিজস্ব প্রতিবেদক: সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তকে অদ্ভুত, স্ববিরোধী ও গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে অভিহিত করেছেন।

শনিবার নিজের ইউটিউব চ্যানেলে তিনি জানান, সরকার একটি নির্দেশনা দিয়েছে যাতে বলা হয়েছে, কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে পারবে না। এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাৎক্ষণিক আইনি জবাবদিহিতার মুখে পড়তে হবে।

মাসুদ কামাল বলেন, এই পদক্ষেপ আসলে গত বছরের ডিসেম্বরের একটি আদেশের ধারাবাহিকতা। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছিল, মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন শেখ হাসিনা যেন বাইরে থেকে কোনো মন্তব্য করতে না পারেন।

তার মতে, সাম্প্রতিক নির্দেশনার আরেকটি কারণ হচ্ছে শেখ হাসিনার গত বৃহস্পতিবারের বক্তব্য। সেটি জনসমক্ষে আসতে পারে এই আশঙ্কা থেকে সরকার মূলত গণমাধ্যম নিয়ন্ত্রণে রাখতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে।

এই বিশ্লেষক বলেন, “পুরো বিষয়টি স্ববিরোধী, হাস্যকর এবং কিছুটা মূর্খতার পরিচায়ক। সরকার যে গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার করেছিল, সেটিরও সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে।”

তিনি আরও যোগ করেন, গণমাধ্যম না প্রচার করলেও এ ধরনের বক্তব্য অনলাইনে সহজেই ছড়িয়ে পড়ছে। “মানুষ তো সেগুলো দেখছেই। সুতরাং এ ধরনের বিধিনিষেধ আসলে কোনো কার্যকারিতা রাখে না।”

মারুফ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে