ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

১৯৭১ নিয়ে পাকিস্তানের বারবার ক্ষমা চাওয়ার অজানা ইতিহাস

২০২৫ আগস্ট ২৪ ১০:১২:০৫
১৯৭১ নিয়ে পাকিস্তানের বারবার ক্ষমা চাওয়ার অজানা ইতিহাস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং সেই সময় সংঘটিত গণহত্যা, ধর্ষণ ও যুদ্ধাপরাধ। বহু বছর ধরে এ নিয়ে একটি সাধারণ ধারণা চালু রয়েছে—পাকিস্তান কখনো এই ভয়াবহ অপরাধগুলোর জন্য ক্ষমা চায়নি।

ঐতিহাসিক দলিল-দস্তাবেজ ও আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্র ধরে তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে যে, পাকিস্তান সরকার অন্তত তিনটি সময় গণহত্যা ও নৃশংসতার জন্য দুঃখ প্রকাশ কিংবা পরোক্ষভাবে ক্ষমা চেয়েছে।

১. ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তিতে পাকিস্তানের দুঃখ প্রকাশ

১৯৭৪ সালের ৯ এপ্রিল, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় চুক্তিতে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে “যেকোনো সংঘটিত অপরাধের নিন্দা এবং গভীর দুঃখ” প্রকাশ করে।সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস, ১১ এপ্রিল ১৯৭৪

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে বন্দি থাকা ৯৩,০০০ পাকিস্তানি যুদ্ধবন্দীর প্রত্যাবর্তন সম্ভব হয়েছিল।

২. জুলফিকার আলী ভুট্টোর প্রকাশ্য তওবা (২৯ জুন, ১৯৭৪)

১৯৭৪ সালের ২৯ জুন, তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এক সফরের সময় এক ঐতিহাসিক বক্তব্যে বলেন:“আমরা আপনাদের দুঃখ ও বেদনার অংশীদার... শেষ নবীর নামে আমি আপনাদের কাছে তওবা চাইছি।”

তিনি পাকিস্তানি সেনাবাহিনীর লজ্জাজনক দমননীতি ও অকথ্য অপরাধ স্বীকার করে বাংলাদেশের জনগণের প্রতি ক্ষমা প্রার্থনা করেন এবং অতীত ভুলগুলো ভুলে যেতে আহ্বান জানান।

৩. পারভেজ মোশাররফের ‘দুঃখ প্রকাশ’ (৩১ জুলাই, ২০০২)

২০০২ সালের ৩১ জুলাই, পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনের সময় দর্শনার্থী বইয়ে লেখেন:“১৯৭১ সালের ঘটনাগুলোর বেদনায় পাকিস্তানের আপনার ভাই ও বোনেরা সমব্যথী। সেই দুর্ভাগ্যজনক সময়ের বাড়াবাড়ির জন্য আমরা দুঃখিত।”

এটি ছিল প্রথমবারের মতো পাকিস্তানি কোনো সামরিক নেতার পক্ষ থেকে প্রকাশ্য অনুশোচনা।

এসব ঐতিহাসিক অনুশোচনা সত্ত্বেও বাংলাদেশে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক বয়ান চালু আছে যে, পাকিস্তান কখনো ক্ষমা চায়নি। এই বয়ান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তা পাকিস্তান-বিরোধী আবেগকে পুঁজি করে বিভাজন তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে।

“ঐতিহাসিক তথ্যপ্রমাণ থাকার পরেও, পাকিস্তানকে কি এখনও আরও একবার ক্ষমা চাইতে হবে? নাকি এবার ইতিহাসকে স্বীকার করে সামনে এগোনোর সময় এসেছে?”

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে