ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল সরকার

২০২৫ আগস্ট ২৪ ১১:২২:৩৭
বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল সরকার

নিজস্ব প্রতিবেদক: বিদেশে পড়াশোনা বা চাকরির জন্য সনদ যাচাই এখন থেকে সম্পূর্ণ অনলাইনে করা যাবে। এ লক্ষ্যে সরকার চালু করেছে ‘অ্যাপোস্টিল সিস্টেম’, যা সময়, খরচ এবং প্রশাসনিক জটিলতা উল্লেখযোগ্যভাবে কমাবে।

শনিবার (২৩ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানায়।

পোস্টে উল্লেখ করা হয়, এতদিন শিক্ষাগত সনদের সত্যতা যাচাই করতে হলে বিভিন্ন দূতাবাস ও বিদেশি কর্তৃপক্ষের কাছে বারবার যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ, ব্যয়বহুল এবং প্রক্রিয়াগতভাবে জটিল। এতে অনেক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীর বিদেশ যাত্রা বিলম্বিত বা ব্যাহত হতো।

স্ট্যাটিস্টিকস অনুযায়ী, শুধু এই যাচাই প্রক্রিয়ার জটিলতা কাটিয়ে উঠতে শিক্ষার্থীরা বছরে আনুমানিক ৭০০ কোটি টাকার বেশি ব্যয় করতেন।

নতুন চালু হওয়া অ্যাপোস্টিল সিস্টেমের মাধ্যমে এখন থেকে:

শিক্ষাগত সনদসহ অন্যান্য পাবলিক ডকুমেন্ট অনলাইনে যাচাই করা যাবে

পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি ডিজিটাল অ্যাপোস্টিল প্রদান করবে

বিদেশি কর্তৃপক্ষের কাছে শারীরিকভাবে উপস্থিত হওয়া লাগবে না

সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে

জাল সনদ ও প্রতারণা অনেকটাই কমে যাবে

আন্তর্জাতিক মানদণ্ডে যাচাইকৃত সনদ ব্যবহারযোগ্য হবে

সরকারের এই উদ্যোগের ফলে উচ্চশিক্ষা, চাকরি বা অভিবাসনের লক্ষ্যে বিদেশে যেতে ইচ্ছুক তরুণদের জন্য প্রক্রিয়াটি অনেক সহজ ও সাশ্রয়ী হবে। এটি শুধু সময় বাঁচাবে না, বরং প্রক্রিয়ার উপর মানুষের আস্থা বাড়াবে।

ডিজিটাল এই ব্যবস্থাটি আগের ব্যয়বহুল ও কাগজনির্ভর সত্যায়ন প্রক্রিয়াকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সেবায় রূপান্তর করবে।

“অ্যাপোস্টিল” হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সনদ, যা বিভিন্ন দেশের পাবলিক ডকুমেন্টের সত্যতা যাচাই করে বৈধতা দেয়। হেগ কনভেনশনভুক্ত অনেক দেশ এই পদ্ধতি অনুসরণ করে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে