ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

একই দিনে বিয়ের বদলে ২৪ জনের জানাজা

২০২৫ আগস্ট ২৩ ১১:৪৪:৪৯
একই দিনে বিয়ের বদলে ২৪ জনের জানাজা

নিজস্ব প্রতিবেদক: একটি বিয়ের অনুষ্ঠান পরিণত হলো হৃদয়বিদারক ট্র্যাজেডিতে—একসঙ্গে ২৪ জন স্বজনের জানাজায় অংশ নিতে হলো মালয়েশিয়া প্রবাসী নূর মুহাম্মদকে। ভয়াবহ বন্যায় তার পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের জেলায়।

২৫ বছর বয়সী নূর মুহাম্মদ গত ১৫ আগস্ট নিজের বিয়ের উদ্দেশ্যে দেশে ফেরেন। তখন বিয়ের আনন্দে মুখর ছিল পুরো পরিবার। কিন্তু মাত্র দুই দিনের ব্যবধানে সব কিছু বদলে যায়।নূর জানালেন, ‌"বিয়ের ঠিক আগে মায়ের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেছি। তিনি খুব খুশি ছিলেন। কিন্তু আজ আমি তার জানাজায় দাঁড়িয়ে আছি।"

বুনের জেলার কাদির নগর গ্রামের পাহাড়ি এলাকায় খালের ধারে অবস্থিত তাদের ৩৬ কক্ষের বিশাল পরিবারিক বাড়িটি ভয়াবহ বন্যায় ধসে পড়ে। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি।এই সময় বাড়িতে অবস্থান করছিলেন পরিবারের ও আত্মীয়স্বজনসহ মোট ২৮ জন। এর মধ্যে ২৪ জনই মারা গেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন নূরের মা, এক ভাই, এক বোন, দাদা-দাদি, চাচা এবং আরও বহু আত্মীয়।

“সবকিছু ভেসে গেছে—মা, ভাই, বোন, চাচা, দাদা... বাড়ির ছোট ছোট বাচ্চারাও রেহাই পায়নি। আমরা কিছুই করতে পারিনি। সব আল্লাহর ইচ্ছা,” — কান্নায় ভেঙে পড়েন নূর।

নূরের বাবা ও আরেক ভাই বেঁচে যান শুধু এই কারণে যে, তারা তখন ইসলামাবাদ বিমানবন্দরে নূরকে নিতে গিয়েছিলেন। ফলে প্রাণে রক্ষা পান।

সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাতে খাইবার পাখতুনখোয়ার বুনের জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী ইসলামাবাদ থেকে তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত এ অঞ্চলটিতে মাত্র এক ঘণ্টায় ১৫০ মিমি (প্রায় ৬ ইঞ্চি) বৃষ্টিপাত হয় — যা এক ধরনের মেঘ বিস্ফোরণ (Cloudburst)।

ক্ষতির পরিসংখ্যান:

খাইবার পাখতুনখোয়া: ২০০+ জন নিহত

সারা পাকিস্তানে বর্ষার মৃতের সংখ্যা: ৭৭৬ জন

আটকে পড়া: ২৫,০০০+ মানুষ

উদ্ধার অভিযান: চলছে সেনা ও বিমান বাহিনীর সহায়তায়

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর বর্ষা মৌসুমে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে। বিরল মেঘ বিস্ফোরণ ও দীর্ঘমেয়াদি ভারী বৃষ্টিপাত ভবিষ্যতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে