ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

রেকর্ড লেনদেনের নেতৃত্বে ৭ খাতের শেয়ার

২০২৫ আগস্ট ২৪ ১৯:৩১:৪৩
রেকর্ড লেনদেনের নেতৃত্বে ৭ খাতের শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৪ আগস্ট) দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। এদিন প্রধান শেয়ারবাজারে টাকার অংকে লেনদেন হয়েছে মাট ১ হাজার ২০০ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ১ বছরের মধ্যে সর্বোচ্চ। আগের দিন অর্থাৎ গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৬৬ কোটি ৭৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় আজ লেনদেন বেড়েছে ৪৩৩ কোটি ৪৮ লাখ টাকা। এই লেনদেন বৃদ্ধির নেতৃত্বে ছিল ৭ খাতের শেয়ার। যদিও আজ সবগুলো খাতেই লেনদেন বেড়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সর্বোচ্চ লেনদেন বৃদ্ধি পাওয়া খাতগুলো হলো- বস্ত্র, ওষুধ ও রসায়ন, জেনারেল ইন্স্যুরেন্স, খাদ্য ও আনুষঙ্গিক, প্রকৌশল এবং লাইফ ইন্স্যুরেন্স। এই ৭ খাতে আজ লেনদেন হয়েছে ৮৩০ কোটি ৬৫ লাখ টাকার বেশি।

খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে বস্ত্র খাতের শেয়ারে। আজ ডিএসইতে এই খাতে লেনদেন হয়েছে ১৯৫ কোটি ৩২ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ১০৯ কোটি ২৭ লাখ টাকা বেশি।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ওষুধ ও রসায়ন খাতে। আজ ডিএসইতে এই খাতে লেনদেন হয়েছে ১৭৮ কোটি ৬০ লাখ টাাকা, যা আগের দিনের তুলনায় ৪৬ কোটি ৯০ লাখ টাকা বেশি।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে জেনারেল ইন্স্যুরেন্স খাতে। আজ ডিএসইতে এই খাতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৪৪ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৪৫ কোটি ১৪ লাখ টাকা বেশি।

অন্য ৪ খাতের মধ্যে- খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১০১ কোটি টাকা, প্রকৌশল খাতে ৯৬ কোটি ৪০ লাখ টাকা, ব্যাংক খাতে ৮৯ কোটি ৭০ লাখ টাকা এবং লাইফ ইন্স্যুরেন্স খাতে ৬৫ কোটি ১৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে