ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

বাংলাদেশে পুশ ইন নিয়ে যা বললেন অমর্ত্য সেন

২০২৫ আগস্ট ২৩ ১০:১৫:৪১
বাংলাদেশে পুশ ইন নিয়ে যা বললেন অমর্ত্য সেন

নিজস্ব প্রতিবেদক: ভারতের জাতীয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) আইন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হওয়ার পর এবার এ বিষয়ে মুখ খুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি সাফ জানিয়ে দেন, এসআইআর-এর নামে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না—এ বিষয়ে কোনও আলোচনার সুযোগ নেই।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতার সল্টলেকে অমর্ত্য সেন গবেষণা কেন্দ্রে প্রতীচী ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অমর্ত্য সেন বলেন,“দেশে এখনও বহু মানুষের প্রয়োজনীয় কাগজপত্র নেই। এ কারণে কারও ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো ন্যায্যতা থাকতে পারে না। কিছুটা ভালো করার চেষ্টা করতে গিয়ে বড় ক্ষতি করে ফেলা উচিত নয়।”

বাংলা ভাষা ও বাঙালিত্ব নিয়ে সাম্প্রতিক অসহিষ্ণু মনোভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অমর্ত্য সেন। তিনি বলেন,“আজকাল বাংলায় কথা বললেই শুনতে হয়—বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে! আমি যদি ফরাসি ভাষা জানতাম, তাহলে কি আমাকে ফ্রান্সে পাঠিয়ে দেওয়া হতো?”

তবে রসিকতা করে তিনি যোগ করেন,“আমাকে বাংলাদেশে পাঠালে আমার আপত্তি নেই। ঢাকায় আমাদের বাড়ি ছিল, আমাদের শিকড়ও সেখানেই।”

অনুষ্ঠানে মূল আলোচনা ছিল ‘ভারতের যুব সমাজ: তাদের প্রাপ্য সামাজিক সুযোগ’ বিষয়ক। এ সময় প্রকাশিত হয় অমর্ত্য সেনের দাদু ক্ষিতিমোহন সেনের লেখা ‘ভারতে হিন্দু-মুসলমানের যুক্ত সাধনা’ বইটির পুনর্মুদ্রণ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে