ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

মহাকাশে পাঠানো হয় না দম্পতিদের, কারণ জানলে চমকে যাবেন

২০২৫ আগস্ট ২৪ ২০:০৬:৫২
মহাকাশে পাঠানো হয় না দম্পতিদের, কারণ জানলে চমকে যাবেন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় মহাকাশে কাটান পৃথিবীর বিভিন্ন দেশের নভোচারীরা। তবে নাসার একটি কড়াকড়ি নিয়ম জানেন কি? কোনো দম্পতি একসঙ্গে মহাকাশে যেতে পারেন না। এই নিষেধাজ্ঞা কেবল সামাজিক বা নীতিগত নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ও স্বাস্থ্যগত গুরুত্বপূর্ণ কারণ।

১৯৯২ সালে মহাকাশ মিশনে অংশ নেওয়ার আগে প্রশিক্ষণ ক্যাম্পে পরিচয় হয় নভোচারী মার্ক লি ও জ্যান ডেভিসের। পরে প্রেম ও গোপন বিয়ের খবর নাসা জানতে পারলেও, তখন তাদের বদলানোর সময় ছিল না। বাধ্য হয়েই সেই দম্পতিকে একসঙ্গে মহাকাশে পাঠানো হয়। এরপরই নাসা সিদ্ধান্ত নেয়, কোনো দম্পতি ভবিষ্যতে একসঙ্গে মহাকাশে যেতে পারবেন না।

যদিও কখনোই কোনো নভোচারীর মহাকাশযানে যৌন সম্পর্কের প্রমাণ মেলেনি, তবে নাসা এই সম্ভাবনাকেই নিরাপত্তাজনিত ও বৈজ্ঞানিক ঝুঁকি হিসেবে বিবেচনা করে।

কেন মহাকাশে যৌনতা বৈজ্ঞানিকভাবে ঝুঁকিপূর্ণ?

১. মাধ্যাকর্ষণের অভাব (Microgravity)

মহাশূন্যে মাধ্যাকর্ষণ না থাকায় শরীরের প্রতিটি নড়াচড়া অসাধারণভাবে জটিল হয়ে পড়ে। যৌন সম্পর্কের সময় শরীরের অবস্থান, তরলের আদান-প্রদান, এমনকি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করাও চ্যালেঞ্জিং হয়ে পড়ে।এক ফোঁটা তরলও মহাকাশে অনিয়ন্ত্রিতভাবে ভেসে বেড়াতে পারে, যা জীবন রক্ষাকারী যন্ত্রপাতিতে সমস্যা তৈরি করতে পারে।

২. গর্ভাবস্থার ঝুঁকি ও ভ্রূণের বিকাশ

মহাশূন্যে যদি গর্ভধারণ ঘটে, তখন ভ্রূণের বিকাশে গুরুতর সমস্যা হতে পারে। মাধ্যাকর্ষণ না থাকায় হাড়, পেশি এবং অঙ্গ-প্রত্যঙ্গ গঠনে জটিলতা দেখা দিতে পারে।এছাড়া মহাকাশের তীব্র রেডিয়েশন ভ্রূণের জেনেটিক গঠনে ক্ষতি করতে পারে, এমন শঙ্কাও প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

৩. শারীরিক চাপ ও হরমোনের প্রভাব

মহাকাশে মানুষের শরীর একেবারেই ভিন্নভাবে প্রতিক্রিয়া জানায়। হৃদস্পন্দন, রক্তচাপ ও হরমোন পরিবর্তন হয়ে থাকে। সঙ্গমের সময় শরীরে যে পরিমাণ শারীরিক উত্তেজনা তৈরি হয়, তা মহাকাশে বিপজ্জনক মাত্রায় পৌঁছাতে পারে।নাসার প্রাক্তন স্বাস্থ্য পরিচালক সারালিন মার্ক জানান, যৌনতা যেমন মানব জীবনের স্বাভাবিক অংশ, তেমনই মহাকাশে এটি হতে পারে বিপজ্জনক ও অনির্দেশ্য শারীরিক প্রতিক্রিয়ার কারণ।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে