ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

ওমানে অদক্ষ শ্রমিকের ভিড়

২০২৪ মার্চ ২৮ ২০:১২:৩২
ওমানে অদক্ষ শ্রমিকের ভিড়

প্রবাস ডেস্ক : ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির বিভিন্ন সেক্টরে কর্মরত প্রবাসী শ্রমিকদের ৯০ শতাংশই নিম্ন দক্ষতা সম্পন্ন। যা ওমানের ভিশন বাস্তবায়নের একটি বড় অন্তরায়। শ্রম মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি শেখ নাসের বিন আমের সম্প্রতি ওমান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে এসব কথা বলেন।

মন্ত্রণালয়ের তরফ থেকে দাবি করা হয়, ওমানের শ্রমবাজার আরও স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ করতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করাটা জরুরি।

এদিন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতনদের বক্তব্যে প্রবাসীদের বদলে কর্মক্ষেত্রে ওমানিদের রিপ্লেসমেন্টের বিষয়টিও জোরালোভাবে উঠে এসেছে।

এদিকে বিদেশি বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানে এবার ওমানিদের নিয়োগ করা বাধ্যতামূলক করেছে ওমান।

আগামী ১ এপ্রিল থেকে অন্তত একজন ওমানি নাগরিককে এসব প্রতিষ্ঠানে কর্মী হিসেবে নিয়োগ করতে হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে দেশটির মিনিস্টারিয়াল কাউন্সিল।

ওমানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, রেজিস্ট্রেশনের পর কমার্শিয়াল কার্যকলাপ শুরুর ১ বছরের মধ্যেই বিদেশি বিনিয়োগকারীকে তার প্রতিষ্ঠানে অন্তত একজন ওমানিকে নিয়োগ করতে হবে।

সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে এই সিদ্ধান্ত মূলত তারই অংশ।

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে