ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

জাকার্তায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২০২৪ মার্চ ২৭ ০৯:১৭:২২
জাকার্তায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রবাস ডেস্ক : জাকার্তায় বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন করেছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় রাষ্ট্রদূত তারিকুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী নেতৃত্ব এবং বিশাল আত্মত্যাগের কথা স্মরণ করেন।

তিনি বিশ্ব পরিমন্ডলে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকার এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের নিরলস প্রয়াসের কথা উল্লেখ করেন।

এসময় দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী অন্যান্য বক্তারা বাংলাদেশের স্বাধীনতার অনন্য অর্জনের এবং গৌরবের দিক তুলে ধরেন। সেই সঙ্গে রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের অবদান অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে