ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিডি হাব সিডনির উদ্যোগে বাংলাদেশিদের চাঁদ রাত মেলার প্রস্তুতি

২০২৪ মার্চ ২৬ ১৪:০৩:৫৯
বিডি হাব সিডনির উদ্যোগে বাংলাদেশিদের চাঁদ রাত মেলার প্রস্তুতি

প্রবাস ডেস্ক : পবিত্র রমজানের পর আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সিডনি আগামী ৭ এপ্রিল মিন্টো ট্রেন স্টেশন সংলঘ্ন বিশাল ভেন্যু ৩৭-৪১ লিংকন স্ট্রিটে বৃহৎ চাঁদ রাত মেলার আয়োজন করছে।

এ মেলার প্রস্তুতি নিয়ে সোমবার সন্ধ্যায় মিন্টুস্থ নওয়াব রেস্টুরেন্টে আলোচনা ও ইফতার অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির পক্ষে বিডি হাব সিডনির সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে প্রস্তুতিসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. সৈয়দ রহমান মিঠু।

সভায় চাঁদ রাত মেলার অন্যতম বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক পরিবেশনার সময়কাল এবং অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

আয়োজক কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু বলেন, ‘এই মেলায় থাকছে ১০০টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। শিশুদের জন্য থাকছে ফেস পেইন্টিংসহ বিনোদনের নানা ব্যবস্থা।

সহসভাপতি শফিক শেখ বলেন, ‘চাঁদ রাত মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না। মিন্টু স্টেশনের অতি সন্নিকটে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও সঙ্গে থাকছে আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ।’

ভাইস প্রেসিডেন্ট নীরব বলেন, ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মেলায় স্টল বরাদ্দ চলছে। এই চাঁদ রাত মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত।’

ট্রেজারার মো. শাখাওয়াত হোসেন, স্বপরিবারে ও স্ববান্ধবে ৭ এপ্রিল এই বৃহৎ চাঁদ রাত মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনার আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ারনিউজ, ২৬ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে