ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫
Sharenews24

কানাডায় প্রবাসীদের মানববন্ধন কর্মসূচি পালন

২০২৪ মার্চ ২৬ ১১:৪৯:৫৪
কানাডায় প্রবাসীদের মানববন্ধন কর্মসূচি পালন

প্রবাস ডেস্ক : কানাডার মন্ট্রিয়ালে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বাংলাদেশে গণতন্ত্র হত্যা, নির্বাচনে নগ্ন হস্তক্ষেপ, সীমান্তে হত্যার প্রতিবাদে ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বিভিন্ন সংগঠনের আহ্বানে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমেদ চৌধুরী, সাবেক সহ সভাপতি সাইদুর রহমান, কুইবেক প্রাদেশিক শাখার সভাপতি আব্দুল মান্নান, বিশিষ্ট মানবাধিকার নেতা এস এম হুমায়ুন পাটওয়ারী।

আরও বক্তব্য দেন কানাডার নাগরিক টিভির সিইও টিটো রহমান, স্কুল অব লিডারশিপের প্রিন্সিপাল ও টকশো ব্যক্তিত্ব এম জয়নাল আবেদিন, শিক্ষাবিদ ড. মহিউদ্দিন তালুকদার, সামাজিক সংগঠক চৌধুরী মঞ্জুর এহসান মিঠু, যুবদল নেতা মাহমুদুল ইসলাম সুমন, মৈত্রী পরিষদের আদনিন হোসেন প্রমুখ।

শেয়ারনিউজ, ২৬ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে