ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫
Sharenews24

সৌদি আরবে নতুন ভিসা কর্মসূচি চালু

২০২৪ মার্চ ২৬ ০৫:৪৭:২১
সৌদি আরবে নতুন ভিসা কর্মসূচি চালু

প্রবাস ডেস্ক: সৌদি আরব সরকার নতুন ভিসা কর্মসূচি চালু করছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ভিসা কর্মসূচি ‘স্টাডি ইন সৌদি আরব’ প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়িত হবে।

সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের লক্ষ্য করে দুই মন্ত্রণালয়সহ প্রাসঙ্গিক সংস্থাগুলোর সমন্বয়ে এটি তৈরি হয়েছে।

সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়, স্বল্পমেয়াদি শিক্ষা ভিসার মেয়াদ এক বছর এবং দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ এক বছরের বেশি সময়ের জন্য হবে।

গালফের প্রতিবেদনে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন সহজ হবে। এর ফলে শিক্ষাকেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে সৌদি আরবের চাহিদা বাড়তে পারে।

শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে