ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

সিইও হিসেবে কোম্পানি পরিচালনার দায়িত্ব পেল রোবট

২০২৩ অক্টোবর ০২ ১১:০৯:২১
সিইও হিসেবে কোম্পানি পরিচালনার দায়িত্ব পেল রোবট

নিজস্ব প্রতিবেদক : প্রযুক্তির অগ্রগতির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবোটিক্স বিশ্বব্যাপী জয়লাভ করছে। মেশিন লার্নিং, এআই এবং রোবট সব জায়গায় ব্যবহার করা হচ্ছে। এবার কোম্পানির সিইও হয়েছে রোবট।

দীর্ঘদিন ধরে কারখানা, অফিস বা রেস্তোরাঁয় রোবটের ব্যবহার দেখা গেলেও প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এবারই প্রথম। পোল্যান্ডের বিখ্যাত এক বহুজাতীয় পানীয় সংস্থা, ডিক্টেডার ঠিক করেছে এখন থেকে চাকরি দেওয়া বা নেওয়ার বিষয় দেখভাল করবে এআই। সংস্থার সম্পূর্ণ লাগাম তুলে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাতে। ওই বহুজাতিক পানীয় সংস্থার ম্যানেজমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে লাভ-ক্ষতি, মার্কেটিং কৌশল, বিজনেস স্ট্র্যাটেজিসহ যাবতীয় বিষয় দেখবে এআই।

মিকা নামের এই রোবটটি সিদ্ধান্ত নেবে কীভাবে কোন পথে এগুলো আরও বেশি বিপণন করতে পারবে প্রতিষ্ঠানটি, কোথায় লগ্নি করলে মিলবে সুবিধা। এমনকি অফিসের ভেতরেও নাক গলাবে এই মিকা। অর্থাৎ কোনো ডিপার্টমেন্টের কাজ ভালো হচ্ছে, কাদের কাজ খারাপ হচ্ছে সবদিকে নজর থাকবে এ রোবটের।

এছাড়াও দোন্নতি থেকে বরখাস্ত সবই থাকবে মিকার হাতে। কোন কর্মীকে কোথায় প্রয়োজন, কার কাজের পরিধি কী হবে সবই বলবে মিকা। এখানেই শেষ নয়। প্রত্যেক কর্মীর পারফরমেন্স যাচাই করবে এআই রোবট। প্রত্যেক কর্মীর প্রমোশন-ইনক্রিমেন্ট সবই থাকবে এই কৃত্রিম বুদ্ধিমত্তা থাকা রোবটের হাতে। সংস্থার এ সিদ্ধান্ত নিয়েই এখন জোর শোরগোল পুরো বিশ্বে।

শেয়ারনিউজ, ০২ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে