ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫
Sharenews24

অ্যাকাউন্ট না খুলেই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে

২০২৫ আগস্ট ১২ ১১:৫৩:২৩
অ্যাকাউন্ট না খুলেই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে

নিজস্ব প্রতিবেদক : জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে একাধিক নতুন ফিচার। নিরাপত্তা, গোপনীয়তা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে কিছু ফিচার ইতিমধ্যে স্টেবল ভার্সনে চালু হয়েছে, আবার কিছু এখনো বিটা সংস্করণে পরীক্ষাধীন। দেখে নিন কী থাকছে নতুন হোয়াটসঅ্যাপে—

১. অ্যাকাউন্ট ছাড়াই চ্যাট—'গেস্ট চ্যাট' ফিচার

সবচেয়ে আলোচিত ফিচার হচ্ছে ‘Guest Chat’, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ছাড়াই চ্যাট করা যাবে।

বর্তমান স্ট্যাটাস: বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.22.13

উপকারিতা: ইনস্ট্যান্ট চ্যাটিং, দ্রুত কাস্টমার সার্ভিস সাপোর্ট, বা অনলাইন বিক্রেতার সঙ্গে যোগাযোগ সহজতর হবে।

২. মোশন ফটো পাঠানোর সুবিধা

ছবিতে মুভমেন্ট ও অডিও যোগ করে পাঠানোর ফিচারও আসছে।

উপকারিতা: আলাদা কোনো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই ব্যবহারকারীরা চ্যাট, গ্রুপ বা চ্যানেলে ইনтерактив কনটেন্ট শেয়ার করতে পারবেন।

৩. অপরিচিত গ্রুপে যুক্ত হলে সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপ এবার গ্রুপ স্ক্যাম প্রতিরোধে নতুন নিরাপত্তা ফিচার এনেছে।

যখন কোনো অপরিচিত ব্যক্তি ব্যবহারকারীকে গ্রুপে যুক্ত করে, তখন তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠানো হবে।

উপকারিতা: স্প্যাম বা স্ক্যাম থেকে নিজেকে সুরক্ষিত রাখা সহজ হবে।

৪. গ্রুপ থেকে সরাসরি স্টেটাস আপডেট

এখন থেকে গ্রুপ ইনফো স্ক্রিন থেকেই স্টেটাস আপডেট দেওয়া যাবে।

ভার্সন: বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.22.11

দেখার জায়গা: গ্রুপ আইকন বা 'আপডেটস' ট্যাব

৫. নতুন কন্ট্যাক্টে ওয়েভ ইমোজি দিয়ে শুভেচ্ছা

নতুন কারো সঙ্গে প্রথম চ্যাটে ওয়েভ ইমোজি পাঠিয়ে শুভেচ্ছা জানানোর সুযোগ।

উপকারিতা: চ্যাট শুরু করার আগেই একটি বন্ধুত্বপূর্ণ টোন সেট করা যাবে।

৬. ফেসবুক-ইনস্টাগ্রাম থেকে প্রোফাইল ছবি ইমপোর্ট

পুরনো প্রোফাইল ছবি মুছে গেলে এখন সরাসরি Facebook বা Instagram থেকে প্রোফাইল ছবি আনতে পারবেন।

ভার্সন: বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.21.23

উপকারিতা: দ্রুত ও সহজে প্রোফাইল কাস্টমাইজ করা যাবে।

হোয়াটসঅ্যাপের এই আপডেটগুলো শুধু সাধারণ বার্তা আদান-প্রদান নয়, বরং নিরাপত্তা ও ব্যবহারকারীর সুবিধাকে কেন্দ্র করে নতুন প্রযুক্তির সংযোজন বলেই মনে করছেন বিশ্লেষকরা। অ্যাকাউন্ট ছাড়াই চ্যাট, স্ক্যাম সতর্কতা, এবং ফেসবুক থেকে ছবি ইমপোর্টের মতো ফিচারগুলো ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতাকে আরও সহজ, স্মার্ট ও নিরাপদ করে তুলবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে