ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫
Sharenews24

ট্রুকলার গ্রাহকদের জন্য দুঃসংবাদ

২০২৫ আগস্ট ০৯ ১৫:০৭:৪৯
ট্রুকলার গ্রাহকদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক : ট্রুকলার ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে আইফোনে কল রেকর্ডিং সুবিধা বন্ধ করতে যাচ্ছে। অ্যাপলের নতুন iOS 18.1 সংস্করণে নিজস্ব কল রেকর্ডিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর কথোপকথন ট্রান্সক্রিপশন ফিচার চালু হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রায় দুই বছর আগে ট্রুকলার আইওএস প্ল্যাটফর্মে কল রেকর্ডিং ফিচার চালু করেছিল। তবে অ্যাপলের কঠোর গোপনীয়তা নীতির কারণে এটি বাস্তবায়ন ছিল বেশ জটিল। ট্রুকলার একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করত, যাকে বলা হয় ‘মার্জড রেকর্ডিং লাইন’ — যেখানে কলকে আরেকটি ভার্চুয়াল লাইনের সঙ্গে যুক্ত করে রেকর্ড করা হতো।

ট্রুকলারের আইওএস বিভাগের প্রধান নকুল কাবরা জানান, “আমরা এখন আমাদের মূল সেবাগুলো — যেমন কলকারী সনাক্তকরণ ও স্বয়ংক্রিয় স্প্যাম কল ব্লকিং — আরও উন্নত করতে মনোযোগ দিচ্ছি।”

৩০ সেপ্টেম্বরের পর নতুন কল রেকর্ড করা না গেলেও, আগের রেকর্ডিংগুলো মোছা হবে না। ব্যবহারকারীরা চাইলে সেগুলো ডাউনলোড, ই-মেইল, হোয়াটসঅ্যাপ বা আইক্লাউডে ব্যাকআপ নিতে পারবেন। এজন্য ট্রুকলার একটি সহায়তা পৃষ্ঠা (support page) চালু করেছে, যেখানে রেকর্ড সংরক্ষণের নির্দেশনা দেওয়া থাকবে।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে