ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫
Sharenews24

চ্যাটজিপিটি-৫ নতুন মোডে নিয়ে আসছে ৩ পরিবর্তন

২০২৫ আগস্ট ১৩ ১৭:২৩:০৪
চ্যাটজিপিটি-৫ নতুন মোডে নিয়ে আসছে ৩ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক : OpenAI-এর নতুন চ্যাটজিপিটি‑৫ মডেল নিয়ে অনলাইনে ব্যাপক নিন্দা-উত্তাপ দেখা গেছে। অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন এই সংস্করণ আগের তুলনায় কথোপকথন কম প্রাণবন্ত এবং স্বাভাবিক প্রশ্নের উত্তর দিতে সমস্যা হচ্ছে ।

প্রতিক্রিয়া মোকাবেলায় OpenAI প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ঘোষণা করেছেন—উহার পরিবর্তন ঘটাতে ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা চালু করেছে তিনটি নতুন মোড: Auto, Fast, এবং Thinking। Auto ব্যবহৃত প্রশ্নের প্রেক্ষিতে সেরা মোড নিজে নির্ধারণ করবে; Fast দ্রুত উত্তর দিতে সক্ষম, আর Thinking গভীর বিশ্লেষণযোগ্য এবং ধৈর্যপূর্ণ উত্তর তৈরি করবে । Thinking মোডে সপ্তাহে সর্বোচ্চ ৩ হাজার বার্তা প্রেরণ সম্ভব; এর অতিরিক্ত হলে “Thinking mini” মোডে স্বয়ংক্রিয় পরিবর্তন হবে ।

এছাড়াও, OpenAI GPT‑4o মডেলটি আবার ChatGPT Plus ব্যবহারকারীদের জন্য ফিরিয়ে এনেছে এবং “Show additional models” বিকল্পের মাধ্যমে o3, GPT‑4.1 ও Thinking mini-এর মতো অতিরিক্ত মডেল বেছে নেওয়া যাবে । তাছাড়া, অল্টম্যান জানান GPT‑5-কে আরও “নারসার, মজার” বানাতে নতুন আপডেট আসছেmint।

জাহিদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে