ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

তীব্র প্রয়োজনের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

২০২৬ জানুয়ারি ১২ ১১:২৩:৪১
তীব্র প্রয়োজনের সময় মহানবী (সা.) যে দোয়া পড়তে বলেছেন

নিজস্ব প্রতিবেদক : মানুষের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে, যখন কোনো প্রয়োজন বা বড় ধরনের সমস্যা দেখা দেয়। কঠিন এই সময়ে রাসুলুল্লাহ (সা.) দুই রাকাত নামাজ আদায় করে বিশেষ একটি দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন।

এই দোয়ার আরবি মূল হলো:

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْحَلِيمُ الْالْكَرِيمُ … (সম্পূর্ণ দোয়া উপরে দেওয়া হয়েছে)

উচ্চারণ:

লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারিম। সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন…

দোয়ার অর্থ:

“আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি অত্যন্ত ধৈর্যশীল ও দয়ালু। সব পবিত্রতা আরশের মালিক মহান আল্লাহর জন্য এবং সব প্রশংসা জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমি আপনার কাছে অনুগ্রহ লাভের উপায়গুলো, ক্ষমা লাভের দৃঢ় অঙ্গীকার, প্রত্যেক ভালো কাজের প্রাচুর্য এবং মন্দ কাজ থেকে আশ্রয় কামনা করছি। আপনি আমার কোনো পাপ ক্ষমা না করে রাখবেন না, কোনো দুশ্চিন্তা থেকে মুক্তি না দিয়ে রাখবেন না, আপনার সন্তুষ্টিদায়ক কোনো প্রয়োজন ও চাহিদা পূরণ না করে রাখবেন না। হে পরম দয়ালু মহান আল্লাহ।”

হাদিস অনুসারে, আবদুল্লাহ বিন আবি আওফা (রা.) বর্ণনা করেছেন, একবার রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “যদি কারো আল্লাহর কাছে কোনো প্রয়োজন থাকে, সে অজু করে দুই রাকাত নামাজ আদায় করুক। তারপর আল্লাহর প্রশংসা ও আমার প্রতি দরুদ পাঠ করে এই দোয়া পড়ুক।”(সুনানে তিরমিজি, হাদিস: ৪৭৯)

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

ধর্ম ও জীবন এর সর্বশেষ খবর

ধর্ম ও জীবন - এর সব খবর



রে