ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

গণভোটের মার্কা টিকচিহ্ন: আলী রীয়াজ

২০২৬ জানুয়ারি ১১ ১৮:১০:২৪
গণভোটের মার্কা টিকচিহ্ন: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোটে ভোট প্রদানের জন্য নির্ধারিত প্রতীক হচ্ছে টিকচিহ্ন। কেউ যদি ‘হ্যাঁ’ ভোট দিতে চান, তবে তাকে ওই টিকচিহ্নে ভোট দিতে হবে। তিনি বলেন, অতীতের গণভোটগুলোতে আগে সিদ্ধান্ত নেওয়া হতো, পরে জনগণের সম্মতি নেওয়া হতো। কিন্তু এবার সেই প্রক্রিয়ার ভিন্নতা রয়েছে। এবার আগে জনগণের মতামত চাওয়া হচ্ছে, এরপর সেই মতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। এই পরিবর্তনটাই গণভোটের মূল তাৎপর্য। আগে জনগণ, তারপর তাদের প্রতিনিধি—জনগণকে বাদ দিয়ে কোনো প্রতিনিধিত্ব নয়।

রোববার দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক মাঠে অনুষ্ঠিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

আলী রীয়াজ তার বক্তব্যে আরও বলেন, রাজনৈতিক মতাদর্শ, বিশ্বাস কিংবা দলীয় অবস্থানের পার্থক্যের জন্য জাতীয় সংসদ নির্বাচনে সাদা রঙের ব্যালট ব্যবহৃত হবে। আর গণভোটের জন্য নির্ধারিত গোলাপি রঙের ব্যালট। তিনি বলেন, দেশের ১৩ কোটি ভোটারের হাতে যেন একটি চাবি তুলে দেওয়া হচ্ছে। সেই চাবি ব্যবহার করেই ভবিষ্যতের দরজা খুলতে হবে। দরজা খোলার পর দলমত, ধর্মীয় বিশ্বাস বা মতভেদ ভুলে গিয়ে এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যার অঙ্গীকার করা হয়েছিল ১৯৭১ সালে—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, একবার সবাই মিলে দৃঢ়ভাবে বলতে হবে—এই রাষ্ট্রের মালিক জনগণ, আর ভবিষ্যৎও জনগণই নির্ধারণ করবে। তিনি উল্লেখ করেন, এমন সুযোগ বারবার আসে না, তাই এই সুযোগকে কাজে লাগাতে হবে।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত) মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, জেলা প্রশাসক খায়রুল আলম সুমনসহ ইসলামী ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে