ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬
Sharenews24

নির্বাচনের পর প্রধান উপদেষ্টার ৩ বড় পরিকল্পনা প্রকাশ

২০২৬ জানুয়ারি ১১ ১৯:২১:৪৩
নির্বাচনের পর প্রধান উপদেষ্টার ৩ বড় পরিকল্পনা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাত্র এক মাস বাকি। নির্বাচনের পরে যে রাজনৈতিক দল বিজয়ী হবে, তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশের জনগণ জানতে আগ্রহী ছিলেন, নির্বাচনের পর তিনি দেশে থাকবেন নাকি বিদেশে যাবেন এবং কী ধরনের কাজ করবেন। ড. ইউনূস জানিয়েছেন, নির্বাচনের পর তিনি তিনটি মূল ক্ষেত্রে মনোনিবেশ করবেন—ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং চলমান ‘থ্রি জিরো’ উদ্যোগ অব্যাহত রাখা।

রোববার (১১ জানুয়ারি) ড. ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিনী আকিয়ে আবে-এর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আকিয়ে আবে প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন, নির্বাচন পরবর্তী সময়ে তিনি কীভাবে কাজ করবেন এবং তার পরিকল্পনা কী।

বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের তথ্য প্রকাশ করেন। তিনি জানান, আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সাক্ষাৎকালে ড. ইউনূস তাদের সম্পর্কের স্মৃতিচারণও করেন।

ড. ইউনূস নির্বাচনের পর তিনটি প্রধান ক্ষেত্রে কাজ করার পরিকল্পনা ঘোষণা করেছেন:

১. ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়ন: দেশে স্বাস্থ্যসেবায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নারীদের প্রবেশাধিকার বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিরা ডিজিটাল মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্যসেবার খোঁজখবর রাখতে পারবে।

২. তরুণ উদ্যোক্তা তৈরি: ইতিমধ্যেই শুরু করা উদ্যোগ চালিয়ে যাওয়া, যাতে তরুণরা উদ্যোক্তা হিসেবে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারে।

৩. থ্রি জিরো উদ্যোগ: দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক সমস্যার বিরুদ্ধে যে ‘থ্রি জিরো’ প্রকল্প চালু করেছেন, তা অব্যাহত রাখা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে