ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

জাইমা রহমান ইস্যুতে বড় সতর্কতা

২০২৬ জানুয়ারি ১২ ১০:০৭:২৪
জাইমা রহমান ইস্যুতে বড় সতর্কতা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমানের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এসব অ্যাকাউন্ট ও পেজ থেকে স্পর্শকাতর রাজনৈতিক মন্তব্য, ভুয়া তথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, এসব ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে জাইমা রহমানের ব্যক্তিগত ও পারিবারিক পরিচয় ব্যবহার করে একটি চক্র অনৈতিকভাবে বিপুল অর্থ আয় করছে। জিয়া পরিবারের সদস্য হওয়ায় অনেক ব্যবহারকারী যাচাই না করেই এসব পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার দিচ্ছেন, যা বিভ্রান্তি আরও বাড়াচ্ছে।

এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ এবং বিএনপির শুভানুধ্যায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সম্ভাবনাময় ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে জাইমা রহমানের অবস্থান গুরুত্বপূর্ণ। তার নামে পরিচালিত ভুয়া অ্যাকাউন্টগুলো ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক ও সামাজিক জটিলতা সৃষ্টি করতে পারে।

অনুসন্ধানে আরও জানা গেছে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের নামে অন্তত অর্ধশতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সক্রিয় রয়েছে। এসব অ্যাকাউন্ট দেশ ও দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে।

এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো—‘জাইমা রহমান’, ‘ব্যারিস্টার জাইমা রহমান’, ‘জাইমা রহমান সমর্থক গোষ্ঠী’। একই নাম ব্যবহার করে একাধিক আইডি ও পেজ খোলা হয়েছে, যেখানে রাজনৈতিক পোস্ট, রিলস, ভিডিও ও টিকটক কনটেন্ট শেয়ার করা হচ্ছে।

জাইমা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টের বিষয়ে একাধিকবার উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির আইসিটি বিভাগ নজরদারির কথা বললেও কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয় বলে অভিযোগ উঠেছে।

গত বছরের ২৫ জুন নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরিকল্পিতভাবে জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই জাইমা রহমানের নামে ভুয়া আইডি খুলে অনলাইন বাণিজ্য চালানো হচ্ছে। তিনি সে সময় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেও প্রতিকার পাওয়া যায়নি বলে জানান।

এক বছর পেরিয়ে গেলেও এসব ভুয়া অ্যাকাউন্টের তৎপরতা বন্ধ হয়নি; বরং দিন দিন তা বেড়েই চলেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান,“জাইমা রহমানের একটিমাত্র ফেসবুক আইডি রয়েছে। এর বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমের অন্য কোনো প্ল্যাটফর্মে তার নামে কোনো অ্যাকাউন্ট নেই।”

তিনি বলেন,“যারা নামে-বেনামে এ ধরনের আইডি বা পেজ খুলেছেন, তারা অবশ্যই অন্যায় করছেন। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”

তিনি আরও জানান,“এ নিয়ে আমাদের নজরদারি আছে। একটি অ্যাকাউন্ট বন্ধ করার পর আবার নতুন করে কেউ খুললে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তারপরও বিএনপির আইসিটি বিভাগ বিষয়টি দেখছে।”

আইসিটি বিশেষজ্ঞরা জাইমা রহমানের নামে ভুয়া অ্যাকাউন্টকে একটি বড় ধরনের নিরাপত্তা ও তথ্যঝুঁকি হিসেবে দেখছেন। তাদের মতে, তিনি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন; তাই তার সামাজিক যোগাযোগমাধ্যম উপস্থিতি অবশ্যই স্বচ্ছ ও বিভ্রান্তিমুক্ত হওয়া জরুরি।

তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলেন,“থানায় জিডি করা এবং মেটার সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে এসব ভুয়া আইডি বন্ধ করা সম্ভব। যেহেতু তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তার ফেসবুক অ্যাকাউন্ট দ্রুত ভেরিফায়েড করা প্রয়োজন।”

তিনি আরও বলেন,“ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে সতর্কতামূলক পোস্ট দিয়ে জনগণকে পরিষ্কারভাবে জানাতে হবে কোনটি আসল আইডি। নইলে ভুয়া সংবাদ ও গুজব আরও ছড়াতে পারে—বিশেষ করে জাতীয় নির্বাচন সামনে রেখে।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে